,

হবিগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরের পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পুলিশ বাহিনী বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। তবে এ অভিযানে ম্যাজিস্ট্রেট না থাকায় এলাকাবাসী ও ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলেন, ম্যাজিস্ট্রেট কিংবা কোর্টের অর্ডার ছাড়া বা নোটিশ ব্যাতি রেখে এ রকম কর্মকান্ডটি চালানো সঠিক হয়নি। তবে পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হয়েছে, তাদেরকে সতর্ক করা হয়েছে আগামীতে ম্যাজিস্ট্রেট নিয়ে এ অভিযান পরিচালনা করা হবে। এর আগে জেলা প্রশাসক সভাকক্ষে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ জেলা প্রশাসক সাংবাদিকদের নিয়ে এক প্রেস ব্রিফিং করেন। প্রেস ব্রিফিং শেষে শহরের চৌধুরী বাজার, কামড়াপুর ব্রীজসহ খোয়াই নদীর বিভিন্ন বাধে অভিযান চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন।


     এই বিভাগের আরো খবর