,

পৌরপরিষদকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এমপি আবু জাহির

হবিগঞ্জ প্রতিনিধি ॥ সুষ্ট পরিকল্পনার মাধ্যমে হবিগঞ্জ পৌরসভার সীমানা সম্প্রসারণ এবং সকল অসঙ্গতি কাটিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উন্নয়ন কর্মকান্ড পরিচালনার জন্য পৌরপরিষদকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। হবিগঞ্জ পৌরসভার মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। তিনি বলেন জননেত্রী শেখ হাসিনার সুদ নেতৃত্বে দেশে এখন প্রশাসনের সর্বত্রক্ষেত্রে স্বজনপ্রীতি ও দুর্নীতির বিরুদ্ধে কর্মতৎপরতা পরিচালিত হচ্ছে। তাই স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে হবিগঞ্জ পৌরসভার কর্মকান্ডকে এগিয়ে নিতে হবে।’ গতকাল বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় পৌরপরিষদের মাসিক সভা। সভায় পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ আলোচনায় উঠে আসে পৌরসভার সীমানা সম্প্রসারণ, মাষ্টারপ্ল্যান বাস্তবায়ন, রাস্তা-ড্রেনসহ অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, বিদ্যুত, ট্রেড লাইসেন্স, কর আদায়, কর নিরূপন, মশক নিধন, টমটমের লাইসেন্স বিতরণে শৃংখলা বজায় রাখা, পৌরসভার মার্কেট সমূহের সুষ্ট ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়সমূহ। সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির পৌরসভার উন্নয়নে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, পিয়ারা বেগম, খালেদা জুয়েল, অর্পনা পাল ও পৌরসচিব মোঃ ফয়েজ আহমেদসহ বিভিন্ন বিভাগ ও শাখার প্রধানগন। সভায় হবিগঞ্জ পৌরসভার নগর সমন্বয় কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হিরাজ মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন করা হয়।


     এই বিভাগের আরো খবর