,

নবীগঞ্জে বাইসাইকেল ভাড়া দিয়ে চলছে কুতুব উদ্দিনের সংসার

শাহ সুলতান আহমেদ ॥  গ্রামের যুবকদের বাইসাইকেল চালানো শিখিয়েছেন। একে একে দুই থেকে তিন হাজার লোক বাইসাইকেল চালানো শিখেছে। বর্তমানে শাহ মোঃ কুতুব উদ্দিন বাইসাইকেল ভাড়া দিয়ে সংসার চালাচ্ছেন। প্রতি মাসে তিনি ১০/১২ হাজার টাকা আয় করছেন। তিনি হচ্ছেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের মাইজগাঁও গ্রামের মৃত শাহ মোঃ মুমিন উল্লার পুত্র  শাহ মোঃ কুতুব উদ্দিন (৫৫)। তিনি আজ থেকে প্রায় পঁচিশ/ত্রিশ বছর পূর্বে নবীগঞ্জ বাজারে রিক্্রা মেরামতের কাজ করতেন। এরপর তিনি অবসরে যান। গত পাঁচ বছর পূর্ব থেকে নিজ এলাকার নবীগঞ্জ-রুদ্রগ্রাম সড়কের বাউসা পয়েন্টে একটি কক্ষ প্রতি মাসে ছয়শ টাকায় ভাড়া নিয়ে বিশটি বাইসাইকেল সংরক্ষন করে এলাকার যুবকসহ বিভিন্ন শ্রেনী-পেশার লোকজনদের কাছে ভাড়া দিচ্ছেন। প্রতি ঘন্ঠার জন্য নিচ্ছেন পনের টাকা। সারাদিনের জন্য ভাড়া নিলে পঞ্চাশ টাকার বিনিময়ে দিচ্ছেন। ওই এলাকার বিভিন্ন শ্রেনী-পেশার লোকজনদের কাছে আলাপকালে তারা জানান, শাহ মোঃ কুতুব উদ্দিন যে কাজ করছেন তাহা অত্যান্ত ভাল কাজ। তার কাছ থেকে সাইকেল ভাড়া নিয়ে প্রায় দুই থেকে তিন হাজার লোক বাইসাইকেল চালানো শিখেছেন। প্রতিনিধির কাছে আলাপকালে শাহ মোঃ কুতুব উদ্দিন জানান, বাইসাইকেল ভাড়া দিয়ে তার সংসার চালাচ্ছেন। পরিবারের তাকে নিয়ে চার সদস্য ছিলেন। দুই কন্যাকে বিয়ে দিয়েছেন। বর্তমানে তার পরিবারে তারা স্বামী-স্ত্রী দুইজন। ঐ এলাকার ইমামবাঐ গ্রামের মোঃ আব্দুল মালিক (৬৫) জানান শাহ মোঃ কুতুব উদ্দিন বাইসাইকেল ভাড়া দিয়ে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের অনেক উপকার করেছেন। কারণ হচ্ছে তার কাছ থেকে এক ঘন্টার জন্য পনের টাকায় ভাড়া নিয়ে অনেক জায়গায় ঘুরে আসা সম্ভব হয়েছে। যেখানে পঞ্চাশ থেকে ষাট টাকার প্রয়োজন ছিলো। ওই স্থানে এক ঘঁন্টার জন্য পনের টাকায় ভাড়ায় নিয়ে প্রয়োজন মেঠানো সম্ভব হয়েছে।


     এই বিভাগের আরো খবর