,

বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার নবীগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি ॥ বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার নবীগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে পৌর এলাকা জয়নগরের অস্থায়ী কার্যালয়ে গত ২৭ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের নবীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক সৈয়দ জাহির আলী। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের জেলা সভাপতি ডাঃ কাজল নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কর কমিশনার মোঃ হায়দার খান। বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের জেলা দপ্তর সম্পাদক মাহমুদ কোরেশী, নবীগঞ্জ উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ লিটন, প্রবীণ আওয়ামীলীগ নেতা মৃণাল কান্তি রায় (মিনু), জয়চান দাশ, সদয় দাশ, জুবেদ আহমেদ, জালাল মিয়া প্রমুখ। এতে বক্তারা মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং বলেন, অনেক চড়া রক্তের মূল্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত। তাই আমরা গর্ব করে বলতে পারি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। বর্তমান সরকারের বহুমুখী উন্নয়নে আমরা সকলে মিলেমিশে কাজ করতে পারলে অবশ্যই সোনার বাংলা গড়ে তুলতে আর বেশি সময় লাগবে না। আজকের স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই হোক আমাদের অঙ্গীকার।


     এই বিভাগের আরো খবর