,

বানিয়াচংয়ে ইউপি সদস্য ময়না মিয়ার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের চারবারের নির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্য ময়না মিয়া হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় নতুন বাজার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন অফিসের সামনে বানিয়াচং দক্ষিণ যাত্রাপাশা পঞ্চায়তেবাসীর উদ্যোগে এই মানবন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, জনপ্রিয় ইউপি সদস্য ও বিশিষ্ট পঞ্চায়েত ব্যক্তিত্ব ময়না মেম্বারকে নৃশংসভাবে যারা হত্যা করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাই। অন্যথায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে এর দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তারা। অন্য দিকে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে আটক করায় স্থানীয় পুলিশ প্রশাসনকে ধন্যবাদও জানান বক্তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন-ছান্দ সর্দার তোতা মিয়া চৌধুরী,পঞ্চায়েত ব্যক্তিত্ব মো. ফজলু মিয়া, ইউপি সদস্য জাহাঙ্গির মিয়া, লালু মিয়া জিতু, মাস্টার মনিরুল ইসলাম, সিজিল মিয়া, হাফেজ মজনু মিয়া, আবুল ফজল, মাওলানা ফারুক আহমেদ আনসারী, শিলু মিয়া, আজমল হোসেন, ফয়সাল আহমেদ, নিহতের বড় ছেলে বাবলু মিয়া। মানববন্ধনে বিভিন্ন এলাকার পঞ্চায়েত ব্যক্তিত্ব, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে ময়না মিয়া মেম্বার হত্যাকারীদের ফাঁসি চেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও বানিয়াচং থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপির অনুলিপি জেলা প্রশাসক হবিগঞ্জ ও পুলিশ সুপারের কাছে দেয়া হয়েছে। প্রসঙ্গত, ২২ মার্চ শুক্রবার রাত সাড়ে ৮টায় দিকে বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের দুইবারের সাধারণ সম্পাদক ময়না মিয়া (৬৫) কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনা নিহত ময়না মেম্বারের জ্যেষ্ঠ ছেলে বাবলু মিয়া ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫/৭ জনকে আসামি করে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


     এই বিভাগের আরো খবর