,

নবীগঞ্জে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্ঠিত

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বারুনীমেলা কানাইপুর মাঠে গত বুধবার রাতে শেষ হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও সনাতন র্ধমাবলম্বীদের মধুকৃষ্ণা এয়োদশী তিথিতে পূণ্যতীর্থ গঙ্গাস্নান উপলক্ষ্যে কানাইপুর মাঠে  এ মেলা অনুষ্ঠিত হয়। এ মেলাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন গ্রামের ও শহরের হাজার হাজার লোকের সমাবেশ ঘটে এ মেলায়। মেলায় আগমনকারী বিভিন্ন শ্রেনী পেশার দর্শনার্থীদের পদভারে মুখরিত হয়ে উঠে মেলা প্রাঙ্গন। শত শত বছরের ঐতিহ্যবাহী এ মেলায় ছোটদের খেলনা ও ষ্টেশনারী সামগ্রী, কাঠ ও বাশের তৈরী আসবাবপত্র প্রচুর পাওয়া যায়। মেলার প্রধান আকর্ষন বেল, তৈজষপত্র, তেতুল, বাশের লাটি ও মাটির তৈরী বিভিন্ন জিনিস উল্লেখ যোগ্য। প্রতি বছরই মধুকৃষ্ণা  এয়োদশী  তিথিতে এ মেলা অনুষ্ঠিত হয়। অতিতে এ মেলাতে কোনরুপ জুয়ার আসর না দেখলেও গত ২/৩ বছর যাবত স্থানীয় ও আশপাশের গ্রামের কিছু জুয়ারীরা দিনভর প্রকাশ্যে জুয়ার আসর বসায়। নবীগঞ্জ থানা পুলিশের ব্যাপক অভিযানে ও স্থানীয় লোকজন জুয়া খেলায় বাধা দিলে সাময়িকভাবে জুয়ারীরা পালিয়ে গেলেও পরবর্তীতে সন্ধ্যার পর জুয়ারীরা পুনরায় জুয়ার আসর বসায় পরবর্তীতে আবার পুলিশের ধাওয়া খেেেয় পালিয়ে যায়।


     এই বিভাগের আরো খবর