,

নিহত সুশেন’র ফাইল ছবি

গ্রীসে নবীগঞ্জের রেমিট্যান্স যোদ্ধার রহস্যজনক মৃত্যু

লাশ দেশে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা

মতিউর রহমান মুন্না ॥ ইউরোপের দেশ গ্রীসে নবীগঞ্জ উপজেলার সুশেন দেব নামের এক রেমিট্যান্স যোদ্ধার  গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এ খবরে নিহতের গ্রামের বাড়ীতে নেমে এসেছে শোকের ছায়া। লাশটি দেশে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন তার পরিবারের লোকজন। সূত্রে প্রকাশ, প্রায় ১২ বছর পূর্বে মধ্যপ্রাচ্যের দেশ ইরান পাড়ি জমান নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বড় সাকোয়া গ্রামের ভূবন চন্দ্র দেবের পুত্র সুশেন দেব। সেখানে দীর্ঘদিন কাজ করার পর প্রায় ১০ বছর পূর্বে চলে যান ইউরোপের দেশ গ্রীসে। পর্যায়ক্রমে গ্রীসের রাজধানী এথেন্সের প্যারিয়া এলাকায় একটি দোকান খোলে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সুশেনের আয় রোজগারে সুখের দেখা দেয় পরিবারে। গত সোমবার সকালে হঠাৎ দেশে খবর আসে সুশেন ঝুলন্ত অবস্থায় রয়েছে তার কর্মস্থলের নিকটে এক নিজর্ন স্থানে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় সুশেনের লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের সময় তার পকেটে একটি চিরকুট পেয়েছে পুলিশ। ওই চিরকুটে তার ব্যাসায়ীক পার্টনারসহ ৪ জনের নাম লেখা রয়েছে।

Nabiganj nihoto Susen deb 2

তবে সুশেনের হাতের লেখার সাথে চিরকুটের লেখার কোন মিল নেই বলে জানিয়েছেন সেখানকার  স্থানীয় লোকজন। এদিকে সুশেনের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে তার গ্রামের বাড়ীতে। এ মৃত্যুকে কোনভাবেই মেনে নিতে পারছেন তার আত্মীয় স্বজন ও এলাকাবাসী। সুশেন দেব প্রবাস গমনের আগে নবীগঞ্জ শহরে জুয়েলারি ব্যবসা করতো। তার এই মৃত্যুর খবর মেনে নিতে পারছেন না কেউই। তারা লাশটি দেশে আনতে সরকারী হস্তক্ষেপ কামনা করেন। এদিকে নিহতের ভাই বকুল দেব এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকান্ড দাবী করে এ ঘটনার সুষ্ট তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেন।


     এই বিভাগের আরো খবর