,

বঙ্গবন্ধুকে শারীরিকভাবে হত্যা করা সম্ভব হলেও তাঁর আদর্শকে কেউ হত্যা করতে পারেনি- কেন্দ্রীয় যুবলীগ নেতা মুকিত চৌধুরী

সংবাদদাতা ॥ স্বাধীনতায় বিশ্বাসী কোনো বাঙালির পক্ষে বঙ্গবন্ধুকে হত্যা করা সম্ভব নয়, কেননা বঙ্গবন্ধু ও স্বাধীন বাংলাদেশ এক ও অভিন্ন সত্তা। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। একমাত্র মুক্তিযুদ্ধে পরাজিত পাকিস্তান পন্থিদের পক্ষেই ১৫ই আগস্টের হত্যাকান্ড সংঘটিত করা সম্ভব হয়েছে। বঙ্গবন্ধুকে শারীরিকভাবে হত্যা করা সম্ভব হলেও, তাঁর  আদর্শকে কেউ হত্যা করতে পারেনি, কোনোদিন পারবেও না। গত রবিবার বিকেল ৩টায় আউশকান্দি হীরাগঞ্জ মধ্যবাজারস্থ নবীগঞ্জ উপজেলা শহীদ কিবরিয়া স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী কমিটির সদস্য মুকিত চৌধুরী এসব কথা বলেন।উক্ত পরিষদের সভাপতি সাংবাদিক এম.মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সমাপাদক দুলাল আহমেদ এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক এম.এ আহমদ আজাদ, নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদুজ্জামান মুহিত, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ উপজেলা শাখার সাধারন সম্পাদক হেলাল আহমদ চৌধুরী, খলিলপুর ইউপি আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল হাকিম, আউশকান্দি ইউপি আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, ইউপি যুবলীগের সাবেক আহবায়ক আব্দুল হামিদ নিকছন, আওয়ামী লীগ নেতা মুক্তার হোসেন তালুকদার, ইউপি কৃষকলীগের আহবায়ক মহসিন আহমেদ, সাবেক যুগ্ম আহবায়ক শওকত মিয়া, ছাত্রলীগ নেতা পাপ্পু আহমেদ, শাকিল আহমেদ, আনকার মিয়া। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রবীণ নেতা ও বিশিষ্ট সালিশ বিচারক মোঃ সামছুল আলম (কনা মাস্টার) সিরাজ মিয়া, মঈনু মিয়া, লেবু মিয়া, ফকির ফজলু মিয়া প্রমুখ। সভাশেষে মিলাদ ও মোনাজাত পেশ  করেন আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয়  ও কলেজ মসজিদের মোয়াজ্জিন রহমত উল্লাহ জালালী।


     এই বিভাগের আরো খবর