,

৮০ লাখ নতুন ভোটারের লক্ষ্য ইসির

সময় ডেস্ক ॥ ভোটার তালিকা হালনাগাদে এবার ৮০ লাখ নতুন ভোটারের তথ্য সংগ্রহের লক্ষ্য নিয়ে মাঠে নামছে নির্বাচন কমিশন (ইসি)। সারাদেশে ২৩ এপ্রিল থেকে তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হবে। তাছাড়া এখন থেকে সব সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচন হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও অন্তত ১৫০ আসনে ভোট হবে ইভিএমে। বুধবার নির্বাচন কমিশনের সভা শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এসব তথ্য জানান। ইসি সচিব বলেন, এ বছর ইসির টার্গেট হলো ৮০ লাখ নতুন ভোটারের তথ্য সংগ্রহ করা। ২০০৪ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম, এ রকম নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে। যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের নাম ২০২০ সালে প্রকাশিত ভোটার তালিকায় যুক্ত হবে। আর যাদের বয়স এখনও ১৮ বছর পূর্ণ হয়নি, তাদের নামও যথাসময়ে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে। তিনি বলেন, এ কার্যক্রমে থাকবেন মোট ৫২ হাজার ৫০০ তথ্য সংগ্রহকারী, ১০ হাজার ৫০০ সুপারভাইজার ও ৬৪ জন টেকনিক্যাল সহায়তাকারী। রেজিস্ট্রেশন কেন্দ্র থাকবে ৭৮০ কেন্দ্রে। আগামী অক্টোবর পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে। ২৫ মে থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হবে। এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ভোটার তালিকা হালনাগাদে ইসি এবার ট্যাব ব্যবহার করতে চায়। কারণ, এতে তথ্য সংগ্রহকারীর অবস্থান নিশ্চিত হওয়া যায়। সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইভিএম: ইসি সচিব জানান, এখন থেকে সব সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচন ইভিএমে করা হবে। যেখানে ভৌগোলিক কিছু বিচ্ছিন্নতা আছে, কমপ্যাক্ট এরিয়া নয়, সেগুলোতে সম্ভব না হলেও যেখানে বিদ্যুৎ আছে এবং যোগাযোগ ব্যবস্থা ভালো, সেসব উপজেলার ইউনিয়ন পরিষদ বেছে বেছে ইভিএমে ভোট নেওয়া হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শতভাগ না হলেও ফিফটি পারসেন্ট আসনে ইভিএম ব্যবহার করার জন্য ইসি কাজ করছে। এ বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার প্রয়োজন আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়টি এখনও নিশ্চিত নয়, পরিকল্পনায় রয়েছে। এর জন্য অবশ্যই রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার দরকার আছে। ট্যাবের বিষয়ে সচিব বলেন, উপজেলা পরিষদের তৃতীয় ধাপে চারটি উপজেলায় ট্যাব ব্যবহার করা হয়েছে। সেখানে দুটি উপজেলার ফল দ্রুত পাওয়া গেছে। তিনি বলেন, ময়মনসিংহ সিটি করপোরেশনসহ যেসব জায়গায় ইভিএম ব্যবহার করা হবে, সেসব জায়গায় ট্যাব ব্যবহার করা হবে। এখন থেকে যেখানে নির্বাচন হবে, বিটিআরসিকে ইসি সেসব এলাকায় ইন্টারনেটের গতি বাড়িয়ে দেওয়ার অনুরোধ করবে।


     এই বিভাগের আরো খবর