,

বাহুবলে দুই গ্রামবাসীর সংঘর্ষে এক বৃদ্ধ নিহত

আহত ৩০ ॥ পুলিশ বাদী হয়ে মামলা ॥ গ্রেফতার ৬

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে চায়ের দোকানে বেঞ্চে বসাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্ততঃ ৩০জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আহত জহুর আলী (৬০)। নিহত জহুর আলী উপজেলার লামাতাশী ইউনিয়নের দ্বিমুড়া গ্রামের মৃত মামদ হোসেনের পুত্র। জানা যায়, গত সোমবার রাতে উপজেলার বশিনা বাসস্ট্যান্ড এলাকায় একটি চায়ের দোকানে বসা নিয়ে দ্বিমুড়া গ্রামের দুই জনের কথা কাটাকাটি হয়। এ ঘটনায় বশিনা গ্রামের দোকান মালিক তাদের ঘর থেকে বের হয়ে ঝগড়া-ঝাটি করতে বলেন। এতে ক্ষিপ্ত হয় দ্বিমুড়া গ্রামের ঝগড়ায় লিপ্ত ব্যক্তিরা। এক পর্যায়ে তারা নিজেদের ঝগড়া বাদ দিয়ে বশিনা গ্রামের দোকান মালিকের সাথে ঝগড়ায় লিপ্ত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দ্বিমুড়া গ্রামের লোকজন মাইকে ঘোষণা দিয়ে লোক জড় করে বশিনা গ্রামবাসীকে ডাকাডাকি শুরু করে। এক পর্যায়ে বশিনা গ্রামের লোকজন বেড়িয়ে এলে বশিনা ও দ্বিমুড়া গ্রামবাসীর মাঝে সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষের খবর পেয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্ততঃ ৩০ জন আহত হয়। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়। সংঘর্ষে ঢিলের আঘাতে গুরুতর আহত জহুর আলীকে প্রথমে হবিগঞ্জ ও পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তিনি গতকাল সকালে মৃত্যুবরণ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি। তবে পুলিশ ঘটনার সাথে জড়িত কয়েকজনকে আটক করেছে। এদিকে, এ ঘটনার প্রেক্ষিতে গত সোমবার রাতেই বাহুবল মডেল থানার এসআই সহিদুল ইসলাম বাদী হয়ে ৩৩ জনের নাম উল্লেখসহ উভয় পক্ষের অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে এসল্ট মামলা দায়ের করেছেন। এ মামলায় ৬ জনকে পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার বশিনা গ্রামের ইছার উদ্দিন-এর পুত্র তাজ উদ্দিন (৩৪), মোঃ সামছুল হক-এর পুত্র মারুফ মিয়া (২৪), মৃত ইদ্রিছ আলী-এর পুত্র তাহের আলী (৫৫), মৃত আনছব উল্লা-এর পুত্র মোঃ আব্দুল আলী (৪৫), মৃত আব্দুন নূর-এর পুত্র মকছুদ আলী (৫৮), আব্দুস ছাত্তার-এর পুত্র আব্দুল কাদির (৩০)। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানান, সংঘর্ষ কবলিত এলাকার পরিবেশ শান্ত আছে। হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


     এই বিভাগের আরো খবর