,

জগন্নাথপুরে অল্প বৃষ্টি হলেই গ্রামীণ রাস্তায় জনদুর্ভোগ

জগন্নাথপুর প্রতিনিধি ॥ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার গ্রামীণ জনপদের অল্প বৃষ্টি হলে রাস্তায় চলাচলে চরম জনদূর্ভোগ নেমে আসে। প্রতি বছর বৃষ্টির মৌসুমে রাস্তাঘাটে ছোট বড় যানবাহন চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে। সরজমিনে গিয়ে দেখা যায়, রানীগঞ্জ-হলিকোনার রাস্তা পাকাকরন না হওয়ার কারনে অল্প বৃষ্টিতে এলাকার জনসাধারন এ রাস্তায় যানবাহন কিংবা পায়ে হেটে চলাচলের কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। প্রতি বছর শুকনো মৌসুমে রানীগঞ্জ কলেজ হয়ে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের স্বজনশ্রী, বাউধরন সহ হলিকোনা বাজারের টমটম, অটোরিক্স, সিএনজি চলাচল করে। চৈত্র মাস থেকে শুরু হওয়া অল্প বৃষ্টিতে এই রাস্তায় হাটু পর্যন্ত ধেবে যায়। অনেক সময় যাত্রীবাহী টমটম আটকা পড়ে। বিগত কয়েকদিন ধরে জনদূর্ভোগের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোক্তভোগী এলাকার সচেতন জনসাধারন রাস্তার ছবিসহ মোবাইলে আপলোড করে তারা ক্ষোভ প্রকাশ করেন।এ ব্যাপারে ভুক্তভোগীরা বলেন, সড়কটি সিসি ঢালাইয়ের কাজ হবে গত কয়েক বছর ধরে শুনে আসছি। কিন্তু কবে হবে কেউ জানেনা। সময় মত কাজ না করায় বর্তমানে এ অবস্থার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা বলেন, এ রাস্তা জন্য ট্রেন্ডার হয়েছে। ঠিকাধারী প্রতিষ্টান এখনো কাজ শুরু করে নাই। আশা করছি অচিরেই কাজ শুরু করবে। জনগনের কষ্ট দূর হবে।


     এই বিভাগের আরো খবর