,

হবিগঞ্জের খোয়াই নদীরপাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরের খোয়াই নদীরপাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। গতকাল শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। নোয়াবাদ থেকে শুরু করে চৌধুরী বাজার ও উমেদনগর খোয়াই নদীর পাড়ে এ অভিযান চলে। অভিযানের নেতৃত্বে দেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও সদর ইউএনও শাখাওয়াত হোসেন রুবেল। এ সময় ৪ ঘন্টা টানা উচ্ছেদ অভিযানে ১১২টি স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে খোয়াই ব্রীজের নিকট পৌরসভার টয়লেট, ঘাটলা ও সীমানা প্রাচীর রয়েছে। হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, খোয়াই নদীর পাড়ে অসংখ্য অবৈধ দখলদার রয়েছে। তাদের বার বার সরতে নোটিশ দিলেও তারা শুনেনি। গত বৃহস্পতিবার ১১২টি স্থাপনার অবৈধ দখলদারকে আবারো নোটিশ দেয়া হয়। এরইপ্রেক্ষিতে গতকাল শনিবার দুপুরে অভিযান চালিয়ে ১১২টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে নদীর দুই তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। হবিগঞ্জ সদর ইউএনও শাখাওয়াত হোসেন রুবেল বলেন, দখলদাররা শক্তিশালী হলেও নদীর জায়গায় থাকতে পারবে না। তাদের যেকোন মুল্যে উচ্ছেদ করা হবে। নদীর জায়গায় নদীকে ফিরিয়ে দিতে অভিযান চলমান থাকবে। এদিকে, ভোক্তভোগীরা জানান, কোন নোটিশ ছাড়াই তাদের বাড়িঘর ভেঙ্গে ফেলা হয়েছে। এতে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যদি তাদের কোন নোটিশ দেয়া হতো তাহলে তারা সরিয়ে নিত। উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন হবিগঞ্জ সদর থানার একদল পুলিশ।


     এই বিভাগের আরো খবর