,

কিংবদন্তী অভিনেতা সিরাজুল নেই!

সময় ডেস্ক : দেশবরেণ্য কিংবদন্তী অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা সিরাজুল ইসলাম আর নেই। আজ মঙ্গলবার সকাল নয়টায় তিনি ঢাকার নিকেতনস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮। তিনি স্ত্রী সৈয়দা মারুফা ইসলাম, এক ছেলে মোবাশ্বেরুল ইসলাম, দুই মেয়ে ফাহমিদা ইসলাম ও নাহিদা ইসলামসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। কোনরকম অসুস্থতায় ভুগছিলেন না তিনি। অনেকটা হঠাৎ করেই না ফেরার দেশে চলে গেলেন সিরাজুল ইসলাম। গতকাল মঙ্গলবার বাদ আছর নিকেতন জামে মসজিদে নামাজে জানাজার পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। বাবার বিদেহী আতœার মাগফেরাত কামনা করে তার একমাত্র ছেলে শাহী (মোবাশ্বেরুল ইসলাম) দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সিরাজুল ইসলামের জন্ম ১৯৩৮ সালের ১৫ মে পশ্চিমবঙ্গের হুগলী জেলায়। প্রায় তিনশ’রও অধিক ছবিতে সিরাজুল ইসলাম অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে ‘নাচঘর’, ‘অনেক দিনের চেনা’, ‘শীত বিকেল’ ,‘বন্ধন’, ‘ভাইয়া’ , ‘রূপবান’, ‘উজালা’, ‘১৩ নং ফেবু ওস্তাগার লেন’ , ‘নয়নতারা’, ‘আলীবাবা’, ‘চাওয়া পাওয়া’ , ‘গাজী কালু চম্পাবতী’, ‘নিশি হলো ভোর’, ‘সপ্তডিঙ্গা’, ‘মোমের আলো’, ‘ময়নামতি’, ‘যে আগুনে পুড়ি’, ‘দর্পচূর্ণ’, ‘ জাহা বাজে শাহনাই’, ‘বিনিময়’, ‘ডুমুরের ফুল’ ইত্যাদি। ১৯৮০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান প্রথা চালু হলেও ১৯৮৫ সালে ‘চন্দ্রনাথ’ ছবিতে অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সিরাজুল ইসলাম। এরপর আর সে পুরস্কার পাওয়া হয়নি তার।


     এই বিভাগের আরো খবর