,

নবীগঞ্জে প্রতিপক্ষের ঘর বাড়ীতে হামলা লুটপাট ও অগ্নি সংযোগের অভিযোগ, প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দ্বিগরব্রাহ্মন গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের হাতে গুরুতর আহত বশির মিয়া (৫৫) প্রায় ২৩ দিন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ৫ এপ্রিল সকালে মারা যান। এই ঘটনার জেরধরে নিহত বশির মিয়ার লোকজন মামলার আসামী পক্ষের একই গ্রামের খেলা মিয়াসহ তাদের লোকজনের বাড়ী ঘরে হামলা, লুটপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি সংযোগ করার অভিযোগ করেছেন খেলা মিয়াসহ তাদের লোকজন। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনাটি গত রবিবার দিবাগত রাত অনুমান আড়াইটার দিকে অগ্নিসংযোগের খবর পেয়ে তাজপুর থেকে ফায়ারসার্ভিসের একদললোক এসে আগুন নিয়ন্ত্রন করেন। জানাযায়, উপজেলার ওই গ্রামের মৃত আব্দুল মন্নাফ এর পুত্র খেলা মিয়ার সাথে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল, একই গ্রামের মৃত নুর মিয়ার পুত্র বশির মিয়া গংদের। এরই জেরধরে গত ১২ মার্চ সকাল ৯টায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বশির মিয়া গুরুতর আহত হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেটে চিকিৎসাধীন থাকা অবস্থায় ২৩ দিনের মাথায় গত ৫ এপ্রিল সকালে মারা যান। এই ঘটনায় খেলা মিয়াসহ তাদের লোকজনকে আসামী করে নিহতের ছেলে লেবু মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এই ঘটনায় আসামী পক্ষের লোকজনের অভিযোগ গত রবিবার দিবাগত রাতে মামলার আসামী খেলা মিয়া, আজাদ মিয়াসহ তাদের ঘর বাড়ীতে হামলা ও লুটপাটসহ খেলা মিয়ার একটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি সংযোগ করেছেন প্রতিপক্ষের লোকজন। এতে দোকানের মালামাল সহ প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন আজাদ মিয়াসহ ক্ষতিগ্রস্থ পরিবারগুলো। আজাদ মিয়া আরো জানান গভীর রাতে তাদের বসত ঘরে প্রবেশ করে হামলাকারীরা লুটপাট করে নগদ টাকা ও কয়েকভরি স্বর্ণালংকার লুটে নিয়েছে। এ ঘটনায় নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনার সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে তদন্তের আগ পর্যন্ত এ বিষয় নিয়ে তিনি আর কোন মন্তব্য করতে চাননি।


     এই বিভাগের আরো খবর