,

সাবেক চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ আর নেই…বিভিন্ন মহলের শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির প্রবীন সদস্য মোঃ আব্দুল্লাহ বাধ্যর্কজনিত রোগে ইন্তেকাল করিয়াছেন (ইন্না লিল্লাহি……………..রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। গত সোমবার দিবাগত রাত ৪টার সময় শায়েস্তানগর পশু হাসপাতালের পেছনে তার নিজ বাসায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর শুনে আইনজীবি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের লোক তার বাসায় ছুটে যান। সকাল ১১টায় হবিগঞ্জ জজ কোর্ট প্রাঙ্গনে ১ম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় অংশগ্রহন করেন বিচারক, আইনজীবি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ। জানাযা শেষে গ্রামের বাড়ি বানিয়াচং উপজেলার গুনই মদনমুরদ গ্রামে জোহরের নামাজের পর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে জেলা জজের সভাকক্ষে বিচারক মাহতাব হোসেনের সভাপতিত্বে ও আশরাফুল বারী নোমানের পরিচালনায় কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন এডভোকেট চৌধুরী আব্দুল হাই, খালিকুজ্জামান চৌধুরী, মহিবুর রহমান, সাইদুর রব চৌধুরী, ইমান উল্লা, ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, পিপি আকবর হোসেইন জিতু, স্পেশাল পিপি আবুল মনসুর, আমির হোসেন, সালেহ উদ্দিন আহমেদ, এ.আর আকল মিয়া, হাবিবুর রহমান, আলা উদ্দিন তালুকদার, মুরলী ধর দাশ, মোঃ মুদ্দত আলী, নিজামুল হক লস্কর, তাজউদ্দিন আহমেদ সুফি, বশির আহমেদ দুলাল, মোঃ আতাউর রহমান, কামাল উদ্দিন আহমেদ সেলিম, সাব্বির আহমদ, আব্দুস সবুর তরফদার, ইলিয়াছ মিয়া প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন রহমতে এলাহি। মোনাজাত করেন সৈয়দ মোফাচ্ছির আহমেদ। মৃত্যুকালে আব্দুল্লাহ স্ত্রী ও দুই পুত্রসন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। সাবেক ইউ.পি চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুতে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য এডভোকেট আবু জাহির এবং হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন গভীর শোক প্রকাশ করেন। তিনি শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।


     এই বিভাগের আরো খবর