,

হবিগঞ্জ সদর কোর্টে আসামী পক্ষের চুরিকাঘাতে বাদী আহত, আশংকাজনক অবস্থায় সিলেট প্রেরণ

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর কোর্টের প্রধান ফটকে মামলার বাদী কাজল মিয়া (৪৭)কে প্রকাশ্যে এলোপাতাড়ি চুরিকাঘাত আসামী পক্ষের লোকজন। আংশকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টায় এ ঘটনাটি ঘটে ঘটনার পর থেকে কোর্ট এলাকায় আতংক বিরাজ করছে। অনেকেই কোর্টে যেতে রিতিমত হিমশীম খাচ্ছেন। আহত সুত্রে জানা যায়, ৫ বছর আগে বাহুবল উপজেলার আব্দাকামাল গ্রামের আফতাব উদ্দিননের পুত্র সিদ্দিক আলী, সিজিল মিয়া ও মৌলা মিয়াসহ একদল লোক একই গ্রামের আজগর আলী ওরফে উন্দাই মিয়ার পুত্র কাজল মিয়াকে চুরিকাঘাত করে রক্তাক্ত করে। এ ঘটনায় উল্লেখিতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় যার নং- জি আর ৬৫/১৬। উক্ত মামলায় গতকাল কাজল মিয়া তার মানিত সাক্ষী নিয়ে আদালতে তার নিয়োজিত আইনজীবি মোঃ নুরুজ্জামানের মাধ্যমে হাজিরা দিতে আসলে সিদ্দিক মিয়া, মৌলা মিয়া, সিজিলসহ অন্যান্য আসামীরা বাদী কাজল মিয়াকে প্রকাশ্যে এলোপাতাড়ি চুরিকাঘাত করে। এ সময় কোর্ট এলাকায় আতংক ছড়িয়ে পরলে বিচার প্রার্থীরা ভয়ে দিক বেদিক ছুটা-ছুটি করতে গিয়ে আহত হয়। কোর্ট পুলিশের ধাওয়া খেয়ে আসামীরা পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে সেখানে তার অবস্থার অবনিত হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বিষয়টি বিচারকগনের নজরে আসলে তাৎক্ষনিক উক্ত আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ প্রদান করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত কাজল মিয়ার পরিবার সুত্রে জানা যায়, কাজল মিয়া ওসমানী মেডিকেলে ওপারেশন থিয়েটারে রয়েছেন এবং তার শরীরের বেশ কয়েকটি চুরিকাঘাত রয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ দিকে উক্ত মামলায় আসামীদের বিরুদ্ধে বিচারক গ্রেফতারী জারী করেন। সদর থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমান জানান, এখনো এ ঘটনায় কোন মামলা দায়ের করা হয়নি, তবুও এ রকম ঘটনা ন্যক্কারজনক। আসামীদের ধরতে অভিযান অব্যহত আছে।


     এই বিভাগের আরো খবর