,

রমযান মাসে দিনে হোটেল রেস্তোরা বন্ধ রাখার আহবান

প্রেস বিঞ্জপ্তি ॥ বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি হবিগঞ্জ পৌর শাখার উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ এপ্রিল সোমবার রাত ৮ টায় স্থানীয় একটি মসজিদে পৌরশাখার সভাপতি হাফেজ মাওলানা মামুনুর রশিদের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান মেহমান ছিলেন সমিতির জেলা উপদেষ্ঠা বিশিষ্ঠ আলেমে দ্বীন মাওলানা সিরাজুল ইসলাম মীরপুরী। বিশেষ মেহমান ছিলেন জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আনোয়ার আলী, জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ এমদাদুর রহমান। বক্তব্য রাখেন পৌর শাখার সহ-সভাপতি মাওলানা কুতুব উদ্দিন, পৌর সেক্রেটারী মাওলানা আশিকুর রহমান, মাওলানা আব্দুল করিম, কে এম হাবিবুর রহমান, মাওলানা ছিদ্দিকুর রহমান, মাওলানা শিব্বির আহমদ, হাফেজ আব্দুস শুকুর, মাওলানা খলিলুর রহমান, মাওলানা মুস্তাকিম বিল্লাহ প্রমূখ। ইমামগন আগামী মাহে রমযানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল বন্ধ রাখা এবং নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ন্ত্রন রাখার জন্য বর্তমান সরকারের প্রতি আহবান জানান।


     এই বিভাগের আরো খবর