,

কুর্শি ইউপির সদস্য আব্দুস সোবহানের বিরুদ্ধে ভুয়া প্রকল্প, বয়স্ক ভাতা ও ভিজিএফ কার্ড দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সোবহান এর বিরুদ্ধে বিভিন্ন ভুয়া প্রকল্পের নামে টাকা আত্মসাত ও বয়স্ক ভাতা, ভিজিএফ কার্ড এবং ভিজিডি কার্ড দেওয়ার নামে গরীব অসহায় মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গতকাল সোমবার ইউপি সদস্য আব্দুস সোবহান এর বিরুদ্ধে হবিগঞ্জের জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী। অভিযোগের বিবরণে জানা যায়, নবীগঞ্জের কুর্শি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সোবহান খনকারীপাড়া গ্রামের শাহ বুলবুল আলমের বাড়ীর সামনে একইস্থানে দুইবার এলজিএসপির অর্থায়নের কালভার্ট নির্মাণের ভূয়া প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাত করেন। এছাড়াও সুলতানপুর দনিপাড়া জামে মসজিদের সামন হইতে উত্তরপাড়া জামের মসজিদের রাস্তা ইটসলিং এর নামে ভূয়া নেইম প্লেইট লাগিয়ে টাকা উত্তোলন করে আত্মসাত করে। প্রকৃতপক্ষে ওই স্থানে কোন ইটসলিংয়ের কাজ হয়নি। বাংলাবাজার হতে বাউসা বাজার পাকা রাস্তার মুখ হইতে রতনপুর গ্রামের আব্দুল কাইয়ুমের বাড়ী পর্যন্ত ইটসলিং এর অর্ধেক কাজ বাকী অর্ধেক কাজের টাকা আত্মসাত করে। রতনপুর শ্বশানঘাট হইতে সমরগাঁও রাস্তার কান্দি পর্যন্ত অল্প মাটি দিয়ে রাস্তার উপর ফেলে কর্মসূচির কাজের টাকা বিভিন্ন কৌশলে উত্তোলনের মাধ্যমে আত্মসাত, এলজিএসপির বরাদ্ধকৃত অর্থায়নে অগভীর নলকুপ ও সেলাই মেশিনের টাকা উত্তোলন করে আত্মসাত ও কয়েকজন গরীব অসহায়দের সরকার কর্তৃক গৃহ নির্মাণের প্রলোভন দিয়ে নগদ ১০ হাজার টাকা করে চাঁদা তুলে আত্মসাত করে। এছাড়াও ইউপি সদস্য আব্দুস সোবহান এর বিরুদ্ধে বয়স্ক ভাতা, ভিজিএফ কার্ড এবং ভিজিডি কার্ড দেওয়ার নামে গরীব অসহায় মানুষের কাছ থেকে খরচ বাবদ ২ হাজার টাকা করে তুলে আত্মসাত করার অভিযোগ রয়েছে। এনিয়ে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।


     এই বিভাগের আরো খবর