,

বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত করেছে নির্বাচন পরিচালনা কমিটি। গতকাল মঙ্গলবার নির্বাচন পরিচালনার দায়িত্বরত প্রধান নির্বাচন কমিশনার ও সহকারি কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উক্ত নির্দেশনা প্রদান করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞ সহকারি জজ আদালত, বাহুবল, হবিগঞ্জ-এ দায়েরী স্বত্ত্ব মামলা নং-১৮/১৯ইং এর পরিপ্রেক্ষিতে “বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটির নির্বাচন-২০১৯” এর সকল কার্যক্রম গ্রহণ করা হতে বিবাদী পক্ষগণকে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দ্বারা বিজ্ঞ আদালত বারিত করায় বিবাদী পক্ষ অর্থাৎ নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক উপর্যুক্ত নির্বাচনের সকল প্রকার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার শুনানী শেষে বিজ্ঞ আদালতের পরবর্তী নির্দেশ মোতাবেক বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটির নির্বাচন- ২০১৯ সংক্রান্ত প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে। সূত্র জানায়, বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরি কমিটির মেয়াদ শেষ হলে নির্বাচন সম্পন্ন করার জন্য সম্প্রতি করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সহিদকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। এ প্রেক্ষিতে তিনি গত ১১ এপ্রিল উপজেলার ১০৩টি প্রাথমিক বিদ্যালয়ের ৫০৯ জন শিক্ষককে অন্তর্ভূক্ত করে একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন। উক্ত তালিকা থেকে রহস্যজনক কারণে বাদ দেয়া হয় উপজেলার সাতকাপন আউলিয়া-নূর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষককে। এ প্রেক্ষিতে ১৫ এপ্রিল ওই বিদ্যালয়ের ৪ শিক্ষক চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভূক্তির দাবিতে আহ্বায়ক বরাবরে আবেদন করেন। আহ্বায়ক আব্দুস সহিদ এ আবেদনের কোন জবাব না দিয়েই ১৮ এপ্রিল ৫০৮ শিক্ষককে অন্তর্ভূক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন। একই দিন উক্ত নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও বাহুবলের সহকারী কমিশনার (ভূমি) ভোটার তালিকা অনুমোদন প্রদান করেন। একই দিন প্রধান নির্বাচন কমিশনার উক্ত নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী মোট ১১ পদে গত ২৩ এপ্রিল মনোনয়ন দাখিল, ২৪ এপ্রিল মনোনয়ন বাছাই সম্পন্ন হয়। ২৫ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের পর থেকে প্রার্থীগণ প্রচারণা শুরু করেন। পরে সাতকাপন আউলিয়া-নূর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষককে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করার দাবিতে দায়েরকৃত মামলাটি আমলে নিয়ে বৃহস্পতিবার ২৫ এপ্রিল সহকারি জজ আদালত বাহুবল, হবিগঞ্জ নির্বাচনের সকল কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করেন। হবিগঞ্জ জজ কোর্টের সিনিয়র আইনজীবী মোঃ আফতাব উদ্দিন বাদী পক্ষে মামলাটি পরিচালনা করছেন। উল্লেখ্য, আগামী ৫ মে এ নির্বাচনের ভোটগ্রহণের দিনণ নির্ধারিত ছিল।


     এই বিভাগের আরো খবর