,

মাধবপুরে ৪১৪ জন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হল বৃত্তি ও শিক্ষা উপকরণ

মোহা. অলিদ মিয়া :: মাধবপুরের ৪১৪জন শিক্ষার্থীর হাতে তুলে দিলেন শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ। প্রধান মন্ত্রীর কার্যালয় হতে সমতলে ক্ষুদ্র নৃ-গোষ্টির জীবনমান উন্নয়নে বিশেষ এলাকার জন্য বরাদ্দকৃত অর্থ দ্বারা শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও উপকরণ বিরতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে’র সভাপতিত্বে বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এড. মোঃ মাহবুব আলী এমপি। অন্ষ্টুানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খান, ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান, ফারুক পাঠান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তি প্রমূখ। উপজেলার ৫টি চাবাগানের নৃ-গোষ্টির ১১৪জন শিশু শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি এবং ৩শ জন শিক্ষার্থীকে দেওয়া হয় শিক্ষা উপকরণ।


     এই বিভাগের আরো খবর