,

বানিয়াচংয়ে প্রতিবন্ধী পরিবারের পাশে জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ

পাবে প্রতিবন্ধি ভাতা, সরকারি জমিতে টিনের ঘর

নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে প্রতিবন্ধী অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। তিনি সরকারি জমি বরাদ্দ দিয়ে ওই পরিবারকে ঘর বানিয়ে দেবেন। একই সঙ্গে প্রতিবন্ধী ভাতা প্রাপ্তি নিশ্চিত করেন। সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে শনিবার বিকালে সরেজমিন ছুটে এসে এই অসহায় পরিবারের খোঁজ খবর নেন জেলা প্রশাসক। জানা গেছে, উত্তর-পশ্চিম ইউনিয়নের সৈদরটুলা মহল্লার বাসিন্দা তৈয়ব আলী। তার পাঁচ সদস্যের পরিবারে তিনজনই প্রতিবন্ধী। তৈয়ব আলী পঙ্গু। তার স্ত্রী সেগম বেগম দৃষ্টিপ্রতিবন্ধী ও বড় মেয়ে রাবিয়া আক্তার বাকপ্রতিবন্ধী। এক খন্ড জমিও নেই নিজের নামে। মহল্লাবাসীর মসজিদের পুকুরপাড়ে বাঁশ-ত্রিপলের ছাপটা ঘরে বসবাস। তৈয়ব আলী তিন বছর আগে বিদ্যুস্পৃষ্ট হলে পঙ্গু হয়ে পড়েন। চিকিৎসার জন্য উপার্জনের সবটুকু খরচ করে এখন পথে নেমে পড়েছেন। বাকপ্রতিবন্ধী তের বছরের শিশু মেয়েকে নিয়ে ভিক্ষা করে টানাপোড়নে চলে সংসার। কুড়ে ঘরে বসবাস করে মানবেতর জীবন-যাপন করছে প্রতিবন্ধী এ পরিবার। সরেজমিন গেলে তৈয়ব আলীর দৃষ্টি প্রতিবন্ধী স্ত্রী সগেম বেগম জেলা প্রশাসককে জানান, এতদিন ঠিকই প্রতিবন্ধী ভাতা পেয়েছেন। কিন্তু ভাতা প্রাপ্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বছর ধরে তার ভাগ্যে জুটছে না ভাতা। খেয়ে না খেয়ে দিন কাটছে। এ সময় জেলা প্রশাসক এ পরিবারকে দ্রুত প্রতিবন্ধী ভাতার আওতায় আনার জন্য উপস্থিত ইউএনও মো.মামুন খন্দকারকে নিদের্শ দেন। একই সঙ্গে সরকারি জমি বরাদ্দ দিয়ে টিনের ঘর বানিয়ে দেয়ার কথা বলেন। জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন হবিগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদীপ দাশ সাগর, হবিগঞ্জ সাংবাদিক ফোরাম সভাপতি শাকিল চৌধুরী, বানিয়াচং প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেল, সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সুমন ও সাংবাদিক আতাউর রহমান।


     এই বিভাগের আরো খবর