,

কাজী আব্দুল হাইয়ের ফাইল ছবি

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জুয়েল চৌধুরীকে প্রাণ নাশের হুমকি

স্টাফ রিপোর্টার :: বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের বানিয়াগাওয়ের কাজী আব্দুল হাইয়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক জুয়েল চৌধুরীকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমানের নিকট জানমালের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডিতে তিনি উল্লেখ করেন, জুয়েল চৌধুরী দৈনিক খোয়াই এর স্টাফ রিপোটার। বাহুবল উপজেলার বালিচাপলা গ্রামের আব্দুল হাইয়ের স্ত্রী আলেয়া আক্তার (৩৫) এক বানিয়াগাও গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র কাজী আব্দুল হাই (৫০) পালিয়ে গিয়ে বিয়ে করে। এ ঘটনায় ১৫ মে স্ত্রী হারিয়ে আব্দুল হাই হবিগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন। যার নম্বর ১৪৩/১৯।  এ ঘটনায় ১৬ মে দৈনিক খোয়াই সংবাদ প্রকাশ করা হয়। এতে কাজী আব্দুল হাই ক্ষিপ্ত হয়ে গতকাল রবিবার বেলা ১১টা ৫মিনিটে তার ব্যবহৃত নম্বর ০১৭২৫-৬৫৩৭৮৩ নাম্বারে সাংবাদিক জুয়েল চৌধুরীকে প্রাণ নাশের হুমকি দেয়। এ ব্যাপারে হবিগঞ্জ থানার ওসি জানান, সাংবাদিক জুয়েল সবার পরিচিত মুখ। তিনি সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকেন। তাকে এ রকম হুমকি দেয়া আইন বহির্ভূত। জিডি গ্রহণ করে জরুরী ভাবে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য এসআই আতাউর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে। এ ঘটনায় সাংবাদিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


     এই বিভাগের আরো খবর