,

লাখাইয়ের পলাতক আসামী শাহাব উদ্দিনকে কারাগারে প্রেরণ

জুয়েল চৌধুরী :: লাখাই থানার মাবনপাচার মামলার পলাতক আসামী গ্রেফতারকৃত আসামী শাহাব উদ্দিনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকালে লাখাই থানার পুলিশ তাকে কারাগারে প্রেরণ করে। সে ফরিদপুর গ্রামের হজরত আলীর পুত্র। গত রবিবার রাত ১০টায় শহরের বৃন্দাবন কলেজ এলাকা থেকে কোর্ট ষ্টেশন ফাঁড়ির পুলিশ তাকে গ্রেফতার করে। জানা যায়, ২০১৬ সালের থানার মানব পাচারে অভিযোগে একিট মামলা দায়ের করা হয় লাখাই থানায়। মামলা দায়েরের পর থেকে গ্রেফতারকৃত সাহাব উদ্দিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। রবিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোর্টষ্টশন ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক গোলাম কিবরিয়া হাসানের নেতৃত্বে একদল পুলিশ বৃন্দাবন সরকারি কলেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। মামলা সুত্রে জানা যায়, ২০১৬ সালের দিকে বানিয়াচং উপজেলার বাজুকা গ্রামের আব্দুল খালেক মিয়া বাদী হয়ে গ্রেফতারকৃত সাহাব উদ্দিনসহ ৫ জনকে আসামী করে একটি মানব পাচার মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন, সাহাব উদ্দিনসহ তার সহযোগিরা আব্দুল খালেককে বিদেশে পাঠানোর নাম করে কয়েক লাধিক টাকা আত্মসাত করেন। তারা বার বার টাকা ফেরত চাইলেও সাহাব উদ্দিনসহ অন্যান্যরা টাকা দেন দিচ্ছি বলে সময় কর্তন করতে থাকে। এক পর্যায়ে আব্দুল খালেক বাধ্য হয়ে মানব পাচারের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের আসামীরা দেশ-বিদেশে পলাতক রয়েছে। মামলার অন্যান্য আসামীরা হল, আলাল মিয়া, আদম আলী, রবিউল ইসলাম ও শেফালী বেগম। তারা সবাই বর্তমানে পলাতক রয়েছে।


     এই বিভাগের আরো খবর