,

চুনারুঘাটে বালুবাহী ট্রাক্টর চলাচল বন্ধের দাবী জানিয়েছেন গ্রামবাসী

নিজস্ব প্রতিনিধি ॥ পরিবেশ রক্ষায় চুনারুঘাট উপজেলার পারকুল রাস্তায় বালুবাহী ট্রাক্টর চলাচল বন্ধের দাবী জানিয়েছেন গ্রামবাসী। ছাড়া গ্রামবাসী এর প্রতিকার চেয়ে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। সূত্র জানায় ২২মে শ্রীবাড়ি, দারাগাঁও, টিলাগাঁও কোনাউড়া গ্রামের লোকেরা একত্রিত হয়ে পারকুল রাস্তা দিয়ে বালুবাহী ট্রাক্টর চলাচলের প্রতিবাদ জানায়। গ্রামবাসী ও বালু খেকোদের মধ্যে এনিয়ে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছে করা হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোরালো দাবী জানিয়েছে শান্তপ্রিয় লোকেরা। অভিযোগ বিবরনে জানা যায়, টিলা ও সমতল নিয়ে চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের হাকাজুরা ও মনিপুর এলাকা। এখানের বাসিন্দারা শান্তপ্রিয়। পাহাড়ি এলাকা হওয়ায় বালু খেকোদের নজর পড়ে এ স্থানটিতে। পরিবেশ বিপন্ন করে প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করছে। যার ফলে টিলা ও রাস্তার মারাত্মক ক্ষতি হচ্ছে। এসবের প্রতি তোয়াক্কা না করে চক্রের সদস্যরা দিবারাত্রী বোমা মেশিনে বালু উত্তোলন করে বিক্রি করছে। এ প্রতিনিধির সাথে আলাপকালে স্থানীরা জানায়, প্রতিদিন লাখ লাখ টাকার বালু বিক্রি করা হলেও পরিবেশের বারটা বেজে গেছে। মনিপুর ও হাকাজুরার টিলা ও সমতল এলাকা থেকে বালু উত্তোলন করে পারকুল চা বাগানের প্রায় ৪ কিলোমিটার রাস্তা ব্যবহার করে ট্রাক-ট্রাক্টর করে বালুগুলো আনা নেওয়া করা হচ্ছে। এতে করে রাস্তাটির বেহাল দশায় পতিত হয়েছে। এ রাস্তা দিয়ে গ্রামবাসী চলাচল করেত দুর্ভোগে পড়তে হচ্ছে।


     এই বিভাগের আরো খবর