,

চুনারুঘাটে করাঙ্গী নদীর উপর ব্রীজ নির্মান কাজের উদ্বোধন

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট-মাধবপুর আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী বলেছেন, আওয়ামীলীগ সরকারের আমলেই দেশের মানুষের উন্নয়ন হয়, গ্রাম অঞ্চলের ব্রীজ-কার্লভাট, রাস্তাঘাটের উন্নয়ন হয়। গ্রামের মানুষ ৩ বেলা ভাল ভাবে খেতে পারে, দেশে অভাব দুর হয়। তিনি গতকাল শুক্রবার বিকেলে চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী-দ্বারাগাঁও রাস্তায় কাজিলখিলে করাঙ্গী নদীর উপর ব্রীজের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন কালে এসব কথা বলেন। এসময় কাজিলখিলে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত এক সমাবেশে সংসদ সদস্য প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। চুনারুঘাট এলজিইডি ১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ৩৫ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার এ ব্রীজ নির্মান করছে। ব্রীজটি নির্মান কাজ শেষ হলে এ এলাকার ১৫/১৬টি গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবী পুরণ হবে এবং মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। এর পুর্বে বিকেল ৩টায় সাটিয়াজুরী উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে এডভোকেট মাহবুব আলী প্রধান অতিথির বক্তব্য রাখেন। আসাদুজ্জামান লিটনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন এলজিইডি’র প্রকল্প পরিচালক পি.কে চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু পিপি, সহ-সভাপতি আব্দুর রশিদ মাষ্টার, মাধবপুরের আন্দিউড়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবু জাকির মোঃ সিকান্দর, চুনারুঘাট উপজেলা প্রকৌশলী আহসান হাবিব। এতে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মহালদার, আওয়ামীলীগ নেতা আঃ সামাদ মাষ্টার, রইছ উল্লাহ, আব্দালুর রহমান, ডাঃ হাবিবুর রহমান, প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদ মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল আলী ও আব্দুল হাই প্রিন্স প্রমুখ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সভায় প্রধান অতিথি দাবীর প্রেক্ষিতে বিদ্যালয়ের গাইডওয়াল, বিদ্যালয়ে একটি শহীদ মিনার ও একটি নতুন ভবণ নির্মানের অঙ্গকার করেন। পরে তিনি পি.কে চৌধুরীকে নিয়ে উপজেলার নালমুখ বাজারের কাছে খোয়াই নদীর উপর আরো একটি ব্রীজ নির্মানের জন্য সম্ভাব্য স্থান নির্ধারণ করতে ঘটনাস্থল পরিদর্শন করেন।


     এই বিভাগের আরো খবর