,

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ আজও স্বাধীন হতো না ॥…এমপি মুনিম চৌধুরী বাবু

উত্তম কুমার পাল হিমেল ॥ নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি এম.এ মুনিম চৌধুরী বাবু বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ আজও স্বাধীন হতো কিনা সন্দেহ ছিল। বাংলাদেশ হলো বীর মুক্তিযোদ্ধাদের ৯ মাসের যুদ্ধের ফসল। এদেশকে স্বাধীন করতে বঙ্গবন্ধুই বাঙ্গলী জাতিকে ৭ই মার্চের ভাষনের মাধ্যমে সংগঠিত করেছিলেন। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার বিকালে নবীগঞ্জ পৌরসভা প্রাঙ্গনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে পৌরসভার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে উপরোক্ত কথা বলেন। নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং প্যানেল মেয়র রিজভী আহমদ খালেদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যার আলহাজ্ব মোঃ আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুর উদ্দিন বীর প্রতিক, উপজেলা জাসদ সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক মোঃ আব্দুর রউফ, নবীগঞ্জ থানার ওসি মোঃ লিয়াকত আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ গতি গোবিন্দ দাশ, জাতীয়পার্টির সদস্য সচিব মাহমুদ চৌধুরী, কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, এটিএম সালাম, যুথিকা রানী, প্রেসক্লাবের সদ্য সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, পৌরসভার সচিব এম আমিনুল ইসলাম, জাতীয়পার্টির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুরাদ আহমদ, সংবাদকর্মী সরওয়ার শিকদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌরসভার মহিলা কাউন্সিলর জাকিয়া আক্তার লাকি। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন পৌরসভার হিসাবরক্ষক শেখ জালাল উদ্দিন, গীতাপাঠ করেন কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী ববি মজুমদার, স্বরাজ মিয়া, মোঃ এলেমান আহমদ চৌধুরী, ইশবাল আহমদ, সাংবাদিক তছনু চৌধুরী।


     এই বিভাগের আরো খবর