,

স্ত্রীকে নকল সরবরাহ করায় এএসআই’র কারাদন্ড

সময় ডেস্ক ॥ পটুয়াখালীতে স্ত্রীকে নকল সরবরাহ করার দায়ে মাহবুবুর রহমান নামে পুলিশের এক উপ-সহকারী পরির্দশককে (এএসআই) এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় রশিদ কিশলয় বিদ্যায়তন কেন্দ্রে স্ত্রীকে নকল সরবরাহ করতে গিয়ে আটক হন মাহবুবুর। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা তাকে কারাদন্ড দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ছিল। কঠোর নিরাপাত্তার মধ্যে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হলেও রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করেন সদর সার্কেল পুলিশ সুপার কার্যালয়ের এএসআই মাহবুবুর রহমান। ওই নিয়োগ পরীক্ষায় রশিদ কিশলয় বিদ্যায়তন কেন্দ্রে তার স্ত্রীও অংশ নেয়। পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় মাহবুবুর রহমান তার স্ত্রীকে উত্তরপত্র সরবরাহ করেন। এ সময় ওই কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবার চোখে পরলে তাকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় এএসআই মাহাবুবের কাছ থেকে উত্তরপত্র উদ্ধার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। খবর পেয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল হাফিজ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জিয়াউর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ  জসিম উদ্দিন ঘটনাস্থলে ছুটে যান। পরে উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দুপুর ১২টার দিকে নকল সরবরাহ করার দায়ে এএসআই মাহবুবুর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল হাফিজ জানান, এটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। মাহবুব নামের পুলিশের ওই এএসআই পরীক্ষা কেন্দ্রে তার স্ত্রীকে নকল সরবরাহ করছিলেন। তাই ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদন্ড দিয়েছেন। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি জেলা পুলিশের কোন কর্মকর্তা।


     এই বিভাগের আরো খবর