,

সিএনজি ও বাস শ্রমিকদের সংঘর্ষের জের ধরে নবীগঞ্জ-মাকুর্লী সড়কে যান চলাচল বন্ধ ॥ গাড়ি ভাংচুর

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরে সিএনজি মালিক ও বাস শ্রমিক কর্তৃক সংঘর্ষের ঘটনায় গত বৃহস্পতিবার রাতে নবীগঞ্জ-মাকুলী সড়কের ফার্মের বাজারে একটি যাত্রীবাহি বাস ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরধরে গতকাল শক্রবার সকাল থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ওই অঞ্চলের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের সোনাপুর গ্রামের জনৈক সিএনজি চালক বৃহস্পতিবার দুপুরে একটি রিজার্ভ যাত্রী নিয়ে নবীগঞ্জ আসে। ওই যাত্রী শহরে বাজার সদাই করে চালককে ওসমানী রোডস্থ অজিত রায়ের পেট্রোল পাম্পের সামনে আসতে বলে। সিএনজি নিয়ে চালক যাত্রীর কথা মতো উল্লেখিত স্থানে আসলে ওই সড়কের একটি যাত্রীবাহি বাসের চালক ও হেলপারের সাথে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এ সময় সিএনজির মালিক সোনাপুর গ্রামের আব্দুস সত্তারের ছেলে আব্দুর রহিম (২৮) তাদের বাকবিতন্ডায় জড়িয়ে পড়লে বাস চালক ও হেলপার তাকে মারধোর করে। এ ঘটনায় ক্ষুব্ধ সিএনজি শ্রমিকরা বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টার দিকে মাকুর্লী থেকে ছেড়ে আসা নবীগঞ্জগামী একটি যাত্রীবাহি বাস (নং ২৬) এর গ্লাস ভাংচুর করে। এ নিয়ে উভয় শ্রমিকদের মধ্যে উত্তেজনাদেখা দেয়। গতকাল শুক্রবার সকালে নবীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাস মার্কুলী যাওয়ার পথে সোনাপুর বাজার নামক স্থানে সিএনজি শ্রমিকদের সাথে বাকবিতন্ডা সৃষ্টি হলে বাস চালক গাড়ীটি রাস্তার উপর আড়াআড়ি করে রেখে রাস্তায় ব্যরিকেট সৃষ্টি করে। ফলে উভয় পাশে বিপুল পরিমান বিভিন্ন প্রকার যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে রাস্তার ব্যারিকেট সড়িয়ে দিলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত পরবর্তীতে ওই সড়কে কোন বাস চলাচল না করায় ওই অঞ্চলের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।


     এই বিভাগের আরো খবর