,

শায়েস্তাগঞ্জে টিকিট কালোবাজারির দায়ে রেলওয়ে ক্লার্কের জরিমানা

সংবাদদাতা ॥ টিকিট কালোবাজারির দায়ে শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে কর্তব্যরত ক্লার্ক ওয়াহিদুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার দুপুরে এক অভিযান পরিচালনা করে তাকে হাতে-নাতে আটকের পর জরিমানা করেন হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত রানা। এ সময় ওয়াহিদুর রহমানের কাছ থেকে অগ্রিম ক্রয় করা ১১টি টিকিট জব্দ করা হয়। ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত রানা বাংলানিউজকে জানান, সরাসরি রেলস্টেশনের টিকিট কাউন্টারে প্রবেশ করলে বুকিং ক্লার্ক ওয়াহিদুর রহমান ড্রয়ার থেকে টিকিট পকেটে রাখেন। এ সময় তাকে চ্যালেঞ্জ করলে তার পকেটে ১১টি টিকিট পাওয়া যায়। টিকিটগুলোর ক্রয়ের তারিখ ২০ মে। যাত্রার তারিখ ২৯ মে। আন্তঃনগর ট্রেনের সিলেট, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী স্টেশনের এই সব টিকিট। এ সময় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে যাতে আর এ ধরনের কাজ না করে তার জন্য সতর্ক করা হয়।


     এই বিভাগের আরো খবর