,

রিচি ইউপি চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছ বরখাস্থ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব শরীফা আহমেদ গত ৯ মার্চ এক অফিস আদেশে তাকে বহিস্কার করেন। অফিস আদেশে বলা হয়, মিয়া মোঃ ইলিয়াছ এর বিরুদ্ধে হবিগঞ্জ দ্রুত বিচার আদালতে জি আর ১৭/১৪ মামলা দায়ের করা হয়েছে। মামলার অভিযোগ পত্র গত ১৪ জানুয়ারী গৃহীত হয়। এমতাবস্থায় তার বিরুদ্ধে মামলা বিচারাধীন থাকায় তার দ্বারা ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী মর্মে সরকার মনে করে। তাই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ৩৪ (১) মোতাবেক মিয়া মোহাম্মদ ইলিয়াছকে সাময়িকভাবে বহিস্কার করা হলো। বহিস্কার আদেশের অনুলিপি হবিগঞ্জের জেলা প্রশাসক, স্থানীয় সরকার মন্ত্রীর সচিব, হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সাময়িকভাবে বহিস্কৃত চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছকে প্রদান করা হয়েছে। হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আশফাকুল হক চৌধুরী জানান, স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে বহিস্কারের চিঠি পাওয়ার পর গত ২৪ মার্চ প্যানেল চেয়ারম্যানের নিকট দায়িত্ব হস্তান্তরের জন্য চিঠি প্রদান করা হয়েছে। ঐ দিনই ৪ নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান আমীর হোসেনের নিকট দায়িত্ব প্রদান করা হয়।


     এই বিভাগের আরো খবর