,

মাধবপুরে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রি, ৩০ হাজার টাকা জরিমানা

সংবাদদাতা :: ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে মাধবপুরে অভিযান চালিয়েছে ভ্রমমাণ আদালত। এ সময়  পরিবেশে খাবার তৈরি ও পচা-বাসি খাবার রাখা ও অস্বাস্থ্যকর-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত করার অভিযোগে সিটি পার্ক নামে একটি রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসা জানান, সিটি পার্ক রেস্টুরেন্ট ঢাকা-সিলেট রোডের যাত্রীদের কাছে একটি আস্তা ও বিশ্বাসের নাম। এই রোডের যাত্রীরা এখানে যাত্রাবিরতি করে খাবার খেয়ে থাকেন। কিন্তু রেস্টুরেন্টটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পচা-বাসী খাবার বিক্রির অভিযোগ আসছিল। অভিযোগের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সেখানে অভিযান চালিয়ে অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পচা-বাসী দই বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।


     এই বিভাগের আরো খবর