,

নবীগঞ্জের বিবিয়ানা পাওয়ার প্লান্ট থেকে লক্ষাধিক টাকার লোহার ইস্পাত চুরি করে বিক্রির সময় পুলিশের হাতে আটক

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল-বনগাঁও বিবিয়ানা পাওয়ার প্লান্ট থেকে গতকাল শনিবার গভীর রাতে পুরাতন ইস্পাত লোহার এ্যাংগেল চুরি করে পাচারের সময় আটক করেছে নবীগঞ্জ থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি আঁচ করে লোহা পাচারকারী চক্রের চার সদস্য পালিয়ে যায়। পরে পুলিশ চোরাইকৃত লোহা উদ্ধার করে থানায় নিয়ে যায়। জানাযায়, দীর্ঘদিন ধরে বিবিয়ানা পাওয়ার প্লান্ট-১ ও বিয়িানা-২ থেকে একটি চক্র সরকারের প্রায় কোটি টাকার মূল্যের লোহা ইস্পাত সহ নানা রকম পুরাতন লোহার মালামাল চুরি করে বিক্রি করে আসছিল। চোরাই সিন্ডিকেটের লোকজন অনেক প্রভাবশালী হওয়ায় তারা ধরা চুয়ার বাহিরে রয়েছে। গত শনিবার দিবাগত গভীর রাতে বিবিয়ানা পাওয়ার প্লান্ট থেকে লক্ষাধিক টাকার ইস্পাত ও লোহার এ্যাংগেল চুরি করে একটি পিকআপ ভ্যানে করে পাচার করার সময় ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি বাজার এলাকায় এসে ভাঙ্গারি দোকানে মাল বিক্রির চেষ্টাকালে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানার একদল পুলিশ এসে লোহার ইস্পাত ও এ্যাংগেল গুলি উদ্ধার করে থানা নিয়ে যান। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ঘটনার খবর পেয়ে একদল পুলিশ মালামাল জব্দ করে থানায় নিয়ে এসেছেন। ঘটনার তদন্ত চলছে, প্রমাণ পাওয়া গেলে দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


     এই বিভাগের আরো খবর