,

নির্বাচনে কালো টাকা বিতরণ করলে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি এমপি আবু জাহিরের আহবান

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ ও হবিগঞ্জ পৌরসভার নির্বাচনে কোনও প্রার্থী কালো টাকা বিতরণ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন জেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো: আবু জাহির। গতকাল রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তৃতাকালে এই আহবান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করাসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বদ্ধ পরিকর। নির্বাচনে অসদুপায় অবলম্বনকারীদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। ইতোমধ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আমরা সফলতা অর্জন করেছি। যে কারণে ধর্মপ্রাণ মুসলমানগণ শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পেরেছেন। এছাড়াও সকল ধর্মের অনুসারীরাই তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠানে নির্বিঘেœ পালন করতে পারছেন। ঈদ চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তিনি প্রশাসনের প্রতি ধন্যবাদ জানান। জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের সভাপতিত্বে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাসহ জনপ্রতিনিধি এবং প্রশাসনসহ সরকারি বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর