,

SAMSUNG CAMERA PICTURES

শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে জীবনের ঝুকি নিয়ে যাত্রীদের যাতায়াত

সংবাদদাতা ॥ শায়েস্তাগঞ্জ রেল স্টেশন থেকে জীবনের ঝুকি নিয়ে যাত্রীরা ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে যাতায়াত করছেন। শুধু তাই নয়, টিকেট কালোবাজারী ও ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। জানা যায়, ঢাকা-সিলেট চট্টগ্রাম রেলওয়ে সড়কে প্রতিদিন পারাবত, কালনী, জয়ন্তিকা, উপবন, পাহাড়িকা ও উদয়নসহ বেশ কয়েকটি ট্রেন আসা যাওয়া করছে। এর আর এসব ট্রেনে প্রতিদিন শত শত যাত্রী তাদের গন্তব্যে স্থানে পৌছাচ্ছেন। অনেকইে টিকেট এবং সিট না পেয়ে জীবনের ঝুকি নিয়ে ট্রেনের ছাদে ও ইঞ্জিনের কাছে বসে যাতায়াত করছেন। এতে যেকোন সময় প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে। আক্ষার কোন কোন সময় শিশুদেরকে নিয়ে মহিলারা একইভাবে যাতায়াত করছেন। অনেক সময় দেখা যায়, ট্রেনে উঠার সময় একটি সংঘবদ্ধ ছিনতাইকারীরা যাত্রীদের কাছ থেকে স্বর্ণের চেইন, কানের দুল, মানি ব্যাগ ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিচ্ছে। গতকাল শুক্রবার দুপুরে ২টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, অবৈধভাবে শায়েস্তাগঞ্জ থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেনে শত শত যাত্রী ছাদে উঠে ভ্রমণ করছেন।


     এই বিভাগের আরো খবর