,

বানিয়াচংয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যার চেষ্টার অভিযোগ

জুয়েল চৌধুরী ॥ বানিয়াচং উপজেলা সদরের যাত্রাপাশা গ্রামের রুপেনা আক্তার (২৫) নামের প্রবাসীর স্ত্রীকে দুই দেবর মিলে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় ওই গৃহবধুকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে। তার মা আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগর গ্রামের মোজাম্মেল হকের স্ত্রী মিনারা খাতুন জানান, আজ থেকে প্রায় ৮ বছর আগে যাত্রাপাশা গ্রামের মৃত হারুন মিয়ার পুত্র কাতার প্রবাসী রুহুল আমিনের সাথে রুপেনার বিয়ে দেয়া হয়। বিয়ের পর তাদের কোলজুড়ে দুইটি পুত্র ও এক কন্যা সন্তান জন্ম গ্রহণ করে। বছরখানেক আগে রুহুল আমিন কাতার চলে যায়। এদিকে রুপেনাকে একা পেয়ে তার দুই দেবর কাউছার মিয়া ও মাহমুদ মিয়া বিভিন্ন কারণে রুপেনার উপর নির্যাতন চালায়। রুপেনা বিষয়টি তার স্বামী ও শ্বাশুড়িকে জানালেও কোন প্রতিকার পায়নি। গতকাল শুক্রবার সকালে কাউছার রুপেনার সৌন্দর্য্যে আকৃষ্ট হয়ে তাকে শ্লীলতাহানির চেষ্টা চালায়। এতে রুপেনা বাধা দিলে কাউছার ও মাহমুদ মিলে তার উপর অমানসিক নির্যাতন করে। এক পর্যায়ে দুই তাকে ধাপটে ধরে মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা চালায়। এ সময় রুপেনা ও তার বাচ্চাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে শ্বশুড় বাড়ির লোকজন তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। কিন্তু ফার্মেসীতে ঔষদের টাকা পরিশোধ না করে তাকে হাসপাতালে রেখে সটকে পড়ে রুপেনার শ্বশুর বাড়ির লোকজন। সদর হাসপাতালের ডাক্তার জানান, সময় মতো তাকে হাসপাতালে আনায় আমরা তাকে বাচাতে পেরেছি। তবে তার শরীরে আঘাতের অনেক চিহ্ন রয়েছে। এ ঘটনা নিয়ে সর্বত্র তোলপাড় চলছে।


     এই বিভাগের আরো খবর