,

নবীগঞ্জে গাছের চাপায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু আজ সকাল ১০ টায় নিহতের নিজ গ্রামে জানাযা

নুরুল আমিন পাঠান ॥ নবীগঞ্জের শাহ জোয়াদ মৎস্য প্রকল্পে গাছ কাটতে গিয়ে মর্মান্তিকভাবে গাছের চাপায় মৃত্যু হয়েছে এক শ্রমিকের। জানা যায়, গতকাল সোমবার বেলা ২ টায় আউশকান্দি ইউপির বেতাপুর গ্রামে শাহ জোয়াদ মৎস্য প্রকল্পের একটি বিশাল কদমগাছ কাটার জন্য ৬ জন শ্রমিক নিয়োগ দেন মালিক শাহ মোস্তাকিম আলী। তিনি শ্রমিকদের কাজে লাগিয়ে বিবিয়ানা গ্যাসফিল্ডে একটি মিটিংয়ে চলে যান। এ সময় শ্রমিকরা কাজের ফাঁকে একটি গাছের টুকরা সরানোর জন্য শ্রমিক আব্দুল কাদির (৫৫) নীচে গেলে উপরে অর্ধ কাঁটা গাছের একটি খন্ড হঠাৎ করে তার উপর পড়ে যায়। এতে গাছের চাপায় পিষ্ট হয়ে  সাথে সাথে শ্রমিক আব্দুল কাদিরের মৃত্যু হয়। মৃত আব্দুল কাদিরের বাড়ি উপজেলার কুর্শি ইউনিয়নের দূর্লভপুর গ্রামে। সে ওই মৎস্য খামারে দীর্ঘ ১১ বছর ধরে কাজ করে আসছিলো। খবর পেয়ে নবীগঞ্জ থানার এস.আই নজরুল ইসলাম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে সন্ধ্যা ৬ টায় নিহতের লাশ উদ্ধার করে। আউশকান্দি ইউপি চেয়ারম্যান দিলাওয়ার হোসেন, কুর্শি ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, ইউপি সদস্য সুজন মিয়া, সাবেক ইউপি সদস্য শাহ ফারছু মিয়ার উপস্থিতিতে শাহ মোস্তাকিম আলীর মালিকানাধিন জোয়াদ মৎস প্রকল্পে নিহত আব্দুল কাদিরের পরিবারবর্গের সাথে আলোচনা সাপেক্ষে আজ সকাল ১০ টায় নিহত আব্দুল কাদিরের নিজ গ্রাম দূর্লভপুরে জানাযা অনুষ্ঠিত হবে। এব্যাপারে এস.আই নজরুল ইসলামের সাথে আলাপ করা হলে তিনি বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন মামলা পাইনি, এটি একটি দূর্ঘটনা।


     এই বিভাগের আরো খবর