,

বানিয়াচংয়ে থানায় অভিযোগ করায় বিধবার বসতঘর ভাংচুর

আনোয়ার হোসেন :: বানিয়াচং সদরে নিজের বসত ঘর ভাংচুর ও পিটিয়ে কয়েকজনকে রক্তাক্ত করায় প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করায় ক্ষিপ্ত হয়ে বিধবার বসতঘর ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে প্রভাবশালীরা। ঘটনাটি ঘটেছে গত সোমবার দিনগত রাত ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত সাগর দিঘীর পূর্বপাড় মহল্লায়। শুধু ঘর ভেঙ্গে ক্লান্ত হয়নি দূর্বৃত্তরা। স্কুল ছাত্রীকে পিটিয়ে রক্তাক্ত করেছে। এ ঘটনায় বানিয়াচং থানার এস আই ফিরোজ আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে ২ বার পরিদর্শন করেছেন। জানা যায়, ওই মহল্লার মৃত আফিল উদ্দিনের বিধাব স্ত্রী রীতা বেগম মৃত গিয়াস উদ্দিনের স্ত্রী হামিদা বেগম তার দশম ও অষ্টম শ্রেণীতে পড়–য়া ২ কন্যা ও ২ শিশু পুত্রকে নিয়ে স্বামীর রেখে যাওয়া তার পৈত্রিক সম্পত্তির ঘরে বসবাস করছেন। জায়গাটি জোরপূর্বক দখলে নেয়ার জন্য একই এলাকার আকামত খার ছেলে ছোটন, স্ত্রী রীনা বেগম, রহমত খার পুত্র রায়হান মিয়া, শাহান মিয়া, লালু খার পুত্র রহমত খা, রহমত খার স্ত্রী মোছেনা বেগমসহ তাদের সঙ্গপাঙ্গরা গত ১৭ জুন ২০১৯ইং সোমবার বিকার ৫ ঘটিকার সময় দেশী অস্ত্রে সজ্জিত হয়ে বিধাব হামিদা বেগমের বাড়িতে হামলা চালিয়ে তার ও তার জা রীতা বেগমের ঘর কুপিয়ে ক্ষতবিক্ষত করে। এছাড়া হামলাকারীরা ঘরে থাকা স্বর্ণলাংকারসহ মুল্যবান মালামাল লুট করে। এ সময় ছাত্রী রেক্সনা বেগম, রাসমিন বেগম, নিশিতা, গৃহিনী অজুফা, সুইটি, রীতা বেগম, সোহেনা বেগম ও হামিদা বেগম রক্তাক্ত জখম হন। আহতরা বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। ওই দিনই সন্ধার পর বিধাব হামিদা বেগমের ননদ সোহেনা বেগম বাদী হয়ে বানিয়াচং থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের খবর পেয়ে হামলাকারীরা আরো বেপরোয়া হয়ে রাত ২ টায় বিধবা হামিদা বেগমের ঘরে হামলা চালিয়ে গুড়িয়ে দেয়। এ সময় হামিদার বসত ঘরের চালা ও বেড়ার টিন ও ঘরের আসবাব পত্র লুটপাট করে নিয়ে যায়। খবর পেয়ে রাত ৪ ঘটিকার সময় বানিয়াচং থানার এস আই প্রদীপ দাস ঘটনাস্থল পরিদর্শন করেন। গতকাল সকালে মঙ্গলবার অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস আই ফিরোজ ঘটনাস্থল পরিদর্শণ করেন। জানতে চাইলে এস আই ফিরোজ জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওসি’র পরামর্শক্রমে পরবর্তী পদক্ষেপ নিবেন বলে জানান তিনি। অভিযোগকারী সোহেনা বেগম জানান, থানায় একটি ও এবং বিজ্ঞ কোর্টে অপর একটি মামলা দায়ের করেছি। তিনি বলেন, তার বাড়িতে কোন পুরুষ নাই। শুধুমাত্র মহিলাদের উপর বর্বর হামলা চালায় দূর্বৃত্তরা। তিনি এর উপযুক্ত বিচার দাবী করেছেন।


     এই বিভাগের আরো খবর