,

নবীগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ চৌধুরীর উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

সংবাদদাতা :: নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি ও শেরপুর পেয়ারা ট্রাভেলস এর স্বত্ত¡াধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ইউসূফ চৌধুরীকে দুর্বৃত্তরা কুপিয়ে ক্ষতবিক্ষত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । গত সোমবার সকালে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল সামিট বিবিয়ানা পাওয়ার প্ল্যান্ট রোডে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তব্য রাখেন খলিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাজা মিয়া, নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি মুরাদ আহমদ, আউশকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য সুজন মিয়া, আউশকান্দি ইউপি সদস্য দুলাল মিয়া, বিশিষ্ট মুরুব্বি হারুন মিয়া, যুক্তরাষ্ট্র প্রবাসী ওয়ারিশ মিয়া, বিশিষ্ট মুরুব্বি আনকার মিয়া, ইছরাইল চৌধুরী, রকিব মিয়া, জাতীয় ছাত্র সমাজ আউশকান্দি ইউনিয়নের সাবেক সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী মোঃ মিলন চৌধুরী, ছাত্রদল নেতা রুপন চৌধুরী প্রমুখ। মানববন্ধনে বক্তারা এক সাপ্তাহের ভিতরে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। পারকুল সামিট বিবিয়ানা পাওয়ার প্ল্যান্ট ও শ্রীহট্ট অর্থনৈতিক জোন সংরক্ষিত এলাকায় সন্ধ্যার পর অবৈধ কার্যকলাপ প্রতিরোধে কমিউনিটি পুলিশ টহল, চলাচলের সুবিধার্থে স্ট্রিট লাইট ও সিসি ক্যামেরা স্থাপনের জোর দাবী জানান। এ মানববন্ধনে একাত্মতা পোষণ করে অনুষ্ঠিত মানব বন্ধনে অংশগ্রহণ করে বনগাঁও তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংস্থা । উল্লেখ্য, গত (১১জুন) মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে প্রতিদিনের ন্যায় শেরপুর ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিজ গ্রাম বনগাঁও বাড়ি ফেরার পথে পারকুল সামিট বিবিয়ানা পাওয়ার প্ল্যান্ট রোডে মুখোশ পড়া একদল দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে । পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


     এই বিভাগের আরো খবর