,

নবীগঞ্জে নারী নির্যাতন মামলা দায়ের করায় প্রতিপক্ষকের কাছে চাঁদা দাবী বসত বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট

সংবাদদাতা :: নবীগঞ্জে নারী নির্যাতন মামলা দায়ের করায় প্রতিপক্ষকে প্রাণনাশের হুমকি দিয়ে ১ লক্ষ টাকা চাঁদা দাবী এবং চাঁদা দিতে অস্বীকার করায় বসত বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে ২৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের ইলিয়াস মিয়ার পুত্র আজিজুর রহমান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কগ-৫ নবীগঞ্জ, হবিগঞ্জ এ গত ১০ই জুন এ মামলাটি মামলা দায়ের করেন। মামলায় একই গ্রামের মজিদ মিয়ার পুত্র মোহাম্মদ আলী, মোস্তাব উল্লার পুত্র নজরুল ইসলাম, ফজর উল্লার পুত্র আবুল হোসেন, সাইফুল্লার পুত্র গিয়াস উদ্দিন, নিজামুদ্দিনের পুত্র মাহমুদ মিয়া, মোহাম্মদ আলীর পুত্র তারেক আহমদসহ ২৫জনকে আসামী করা হয়েছে। মামলার এজাহারে বাদী আজিজুর রহমান উল্লেখ করেন- উল্লেখিত আসামীদের কয়েকজন সদরঘাট নতুন বাজারে যাওয়ার সময় তার গতিরোধ করে তার বোনকে দিয়ে যৌন নির্যাতনের অভিযোগে কেন নারী নির্যাতনের মামলা দায়ের করিয়েছেন তা জানতে চায় এবং এ সময় তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে প্রাণনাশের হমকী দিয়ে ১লক্ষ টাকা চাঁদা দাবী করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করে শোর-চিৎকার দিয়ে পালানোর চেষ্টা করলে আসামীগণ দৌড়ে তার পিছু নিয়ে তার বাড়িতে অনাধিকার প্রবেশ করে হামলা ও ব্যাপক লুটপাট, ভাংচুর শুরু করে। এসময় তারা তার বসত ঘরের পূর্ব, উত্তর ও দক্ষিণ দিকে টিনের বেড়া কেটে প্রায় ৩০ হাজার টাকা ক্ষতি সাধন করে। আসামীরা বাদীর ঘরের ভিতরে প্রবেশ করে ১৫ হাজার টাকার তালাবাসন চুরি করে নিয়ে যায় এবং ঘরে রক্ষিত বিভিন্ন মূল্যবান দ্রব্য সামগ্রী লুটপাট করে। তারা তার ফলানো বিভিন্ন প্রজাতির কাঠের ও ফলের গাছ কেটে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। আসামীদের তান্ডবলীলায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। কোন কোন স্বাক্ষীসহ গ্রামের সাধারণ লোকজন এগিয়ে আসলে আসামীরা বীরদর্পে স্থান ত্যাগ করে চলে যায় এবং এব্যাপারে কোন মামলা মোকদ্দমা করলে বাদীকে খুন করে ফেলবে বলে হুমকী প্রর্দশন করে। বিজ্ঞ আদালত মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য হবিগঞ্জের ডিবির ওসিকে নির্দেশ প্রদান করেছেন।


     এই বিভাগের আরো খবর