,

লাখাইয়ে ৬ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি

সূর্য্য রায়, লাখাই থেকে :: লাখাই উপজেলার করাব থেকে লোকড়া পর্যন্ত ৬ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে হবিগঞ্জ টু লাখাই অঞ্চলিক মহাসড়কে গতকাল বুধবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল। এরপর থেকে ধীর গতিতে যানবাহন চলছে। ঢাকা থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী গাড়ি চালক বলেন, সকাল ৭টায় লাখাইয়ের করাব নামক স্থানে যানজটে আটকা পড়েছে। প্রায় ৫ ঘন্টা অপেক্ষার পর দুপুর  ১২টা থেকে থেমে থেমে যান চলাচল শুরু হয়েছে। এ ঘটনায় স্কুল, কলেজগামী শিক্ষার্থীরা খুব সমস্যায় পড়েছেন। লাখাইয়ের সিংহগ্রামের স্থানীয় একটি সংস্থার চাকরির পরীক্ষার্থী জাকির হুসেন জানান, তাদের কেন্দ্রের শতাধিক শিক্ষার্থী প্রায় ৬ কিলোমিটার হেঁটে সকালে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হয়েছে। প্রশঙ্গত ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের বি-বাড়িয়া মহাসড়ক হতে মাধবপুরের মধ্যবর্তী স্থানের শাহবাজপুর সেতুর রেলিং ভেঙে গিয়েছে। তাই ওই মহাসড়কে  চলাচলকারী ভারী ও মাঝারী যানবাহনগুলোকে নিরাপত্তার স্বার্থে বিকল্প পথ হিসেবে সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ মহাসড়ক ব্যবহারের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। জানা যায়, এতোদিন ঝুঁকি নিয়েই এই সেতু দিয়ে যান চলাচল করছিলো। গত মঙ্গলবার সেতুটিতে ভাঙ্গন দেখা দেয়। লাখাই থানার ওসি এমরান হুসেন জানান, লাখাই এলাকায় কিছু সময় যানজটের কারনে যানবাহন বন্ধ থাকলেও পরবর্তীতে এ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।


     এই বিভাগের আরো খবর