,

ধুলিয়াখাল-মিরপুর সড়কে বালু বোঝাই ৪টি ট্রাক্টর আটক

স্টাফ রিপোর্টার ॥ বেআইনীভাবে ট্রাক্টর আটকের প্রতিবাদে ফুঁসে উঠেছে মালিক ও বালু মহালদাররা। যে কোন সময় তারা অবরোধসহ বড় ধরণের প্রতিবাদ কর্মসূচির ডাক দিতে পারেন বলে হুশিয়ারি দিয়েছেন। জানা যায়, গতকাল রবিবার সকাল থেকে দুপুরে ধুলিয়াল-মিরপুর সড়কে চলাচলরত ৪টি বালু বোঝাই ট্রাক্টর আটক করে ট্রাফিক পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে ট্রাক্টর মালিক, চালকসহ বালু মহালদাররা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করলে সেখান থেকে বলা হয়, তারা এ ব্যাপারে অবগত নন। এতে ট্রাক্টর মালিক, চালকসহ বালু মহালদাররা ফুঁসে উঠেন। তারা অভিযোগ করেন, শহরের উপর দিয়ে সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ট্রাক্টর চলাচল নিষিদ্ধ থাকলেও শহরের বাইরে চলাচলে কোন বাঁধা দেয়া হয়নি। কিন্তু হঠাৎ করে রহস্যজনক কারণে ৪টি ট্রাক্টর আটক করে ট্রাফিক পুলিশ। তারা আরো জানান, সরকারি কাজে নিয়োজিত বালু ও মাটি আনার একমাত্র যানবাহন ট্রাক্টর। দীর্ঘদিন ধরে সরকারিসহ বিভিন্ন স্থাপনায় বালু ও মাটি সরবরাহ করে আসছিলেন এবং সরকারি কাজে ট্রাক্টর দিয়ে সহযোগিতা করছেন। সম্প্রতি ২ মাস আইন শৃংখলা বাহিনীর নির্দেশে ট্রাক্টর বন্ধ থাকায় অনেক মালিক শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন। পরে প্রশাসন শহরের বাইরে চলাচলের অনুমতি দেন। কিন্তু রহস্যজনক কারণে ট্রাফিক পুলিশ সম্পূর্ণ বেআইনীভাবে তাদের ট্রাক্টর আটক করেন। ভবিষ্যতে তারা যদি এরকম করেন তাহলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে। চালক সুমন মিয়া, রফু মিয়া, মিজান মিয়া ও দিদার মিয়ার বালূ বোঝাই ট্রাক্টর আটক করে নিয়ে যায়। এব্যাপারে ট্রাফিক ইনচার্জ বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রোড পারমিট না থাকায় ট্রাক্টরগুলো আটক করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর