,

নবীগঞ্জে প্রভাবশালীর হামলায় একই পরিবারের আহত ৫

শাহ সুলতান আহমেদ ॥ নবীগঞ্জ উপজেলায় পিতার রেখে যাওয়া সম্পত্তি রক্ষা করতে প্রভাবশালী প্রতিপক্ষ লোকের হামলায় একই পরিবারের ৫জন আহত হয়েছেন। তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনা ঘটেছে গতকাল শনিবার সকাল ১০টায় ওই উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে। আহত ও স্থানীয়দের কাছ থেকে তথ্যের প্রেক্ষিতে প্রকাশ, ওই গ্রামের চাঁদ মোহাম্মদ মারা যাওয়ার সময় কন্যা মোছাঃ মুমিনা বিবিসহ তিন কন্যাকে তার সহায় সম্পত্তি দিয়ে যায়। কিন্তু দীর্ঘদিন থেকে তার দিকে কুদৃষ্টি রয়েছে একই গ্রামের আজিদ মোহাম্মদের পুত্র ফরিদ চৌধুরী ও ফজলুল হক চৌধুরী গংদের। এরই জের নিয়ে গতকাল তারা মোছাঃ মুমিনা বিবির বাড়ি রকম ভুমি দখল করতে গেলে তখন তিনি বাঁধা প্রদান করা মাত্রই অতর্কিত হামলা চালানো হয় তার ওপর। এসময় তাকে রক্ষা করতে তার কন্যা, ছেলে ও প্রতিবেশীরা এগিয়ে আসলে তাদের ওপরও হামলা চালালো হয়। হামলায় আহত প্রত্যেক্ষদর্শী ও প্রতিবেশী একই গ্রামের আব্দুল মমিন মিয়ার স্ত্রী মোছাঃ হেনা বেগম জানান, ওই গ্রামের বাহার আলীর পুত্র মোঃ রুহুল আমীন, মোঃ ইউসুফ আলী, আজিজ মোহাম্মদের পুত্র ফরিদ চৌধুরী গংরা মিলে আম্বর আলীর স্ত্রী মোছাঃ মুমিনা বিবি (৬০), তার পুত্র নওশাদ আলী (১৭), এরশাদ আলী (২৬), কন্যা মোছাঃ রুহেলা আক্তার (৩০) ,শাহেলা আক্তার (২৩)কে  পিঠিয়ে আহত করে। অপরদিকে, হামলার আহত বৃদ্ধা মুমিনা বিবি (৬০) জানান- তার পিতার রেখে যাওয়া সম্পত্তি রক্ষা করতে তাদের ওপর হামলা চালানো হয়েছে। এ ব্যাপারে বৃদ্ধা মুমিনা আক্তারের কন্যা শাহেলা আক্তার বাদী হয়ে নবীগঞ্জ থানায় গতকাল রাত ৬জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


     এই বিভাগের আরো খবর