,

নবীগঞ্জে চেয়ারম্যান খালেদের বিরুদ্ধে ফুঁসে উঠছে গ্রামবাসী মুরুব্বিদের সাথে অশালিন আচরণের প্রতিবাদে সভা ॥ অবাঞ্চিত ঘোষনা

স্টাফ রিপোটার ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের খনকারীপাড়া গ্রামের মুরুব্বিদের সাথে ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ বিভিন্ন সময়ে খারাপ আচরণ করায় তার প্রতি ক্ষীপ্ত হয়ে খনকাড়িপাড়া গ্রামের কয়েক শতাধিক লোকজন গতকাল রবিবার সকালে তার বিরুদ্ধে প্রতিবাদ সভা সমাবেশ করেছে। প্রতিবাদকারীরা একটি মৌন মিছিল নিয়ে নবীগঞ্জ শহরের খালিক মঞ্জিলে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়। ওই গ্রামের বিশিষ্ট মুরুব্বি আলহাজ্ব মদব্বির হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও নবীগঞ্জ বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আব্দুল গফুর চৌধুরীর পরিচালনায় এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, গ্রামের বিশিষ্ট মুরুব্বি হাজ্বি আব্দুল কাদির, মুহিবুর রহমান চৌধুরী, জাপা নেতা খলিলুর রহমান দুদু, মোঃ রফিজ মিয়া, এহিয়া চৌধুরী, ছুরুক মিয়া, আব্দুল আলীম, আঃ মুকিত চৌধুরী, খোকন চৌধুরী, আঃ লতিফ, খালেদ মিয়া, হেলাল চৌধুরী, মকসুদ চৌধুরী, তরুন ব্যাবসায়ী শাহ শামীম আলম, কেন্দ্রীয় যুবলীগ সদস্য মুকিত চৌধুরী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সুহেল আহমদ চৌধুরী রিপন, সমাজ সেবক জিল্লুর রহমান শিপু, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম রসূল চৌধুরী রাহেল, ছাত্রদল নেতা জাকারিয়া আহমদ, শাহীন আহমদ, তোফায়েল আহমদ, ছাত্রলীগ নেতা আবু তাহের, আবু বক্কর, তারেক, রনি, কফিল, জাবেদ প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিভিন্ন সময়ে যে কোন কাজে ইউনিয়ন অফিসে গেলে তাদের সাথে খারাপ আচরণ করেন ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ। সম্প্রতি কিছু দিন আগে সার্টিফিকেট এর জন্য খনকারীপাড়া গ্রামের আব্দুল লতিফ ও খালেদ আহমদ চৌধুরী গেলে সার্টিফিকেট না দিয়ে তাদেরকে খারাপ ভাষায় গালিগালাজ করেন। এ ছাড়া ও চেয়ারম্যান সৈয়দ খালেদ আরো বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে তার কাছে লোকজন গেলে তিনি অশুভ আচরন করেন বলেও অভিযোগ রয়েছে। এরই পতিবাদে খনকারীপাড়া গ্রামের শত শত লোকজন প্রতিবাদ সভা করেন এবং আলোচিত চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদকে অবাঞ্চিত ঘোষনা করেন।


     এই বিভাগের আরো খবর