,

পেনশনের দাবীতে আজ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচী

সংবাদদাতা ॥ রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালুর দাবী ও জনপ্রতিনিধিদের সম্মানীভাতা প্রদানের দাবীতে আজ (সোমবার) পৌরসভায় অবস্থান কর্মসূচী পালন করবে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ সকাল ৯ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত হবিগঞ্জ পৌরসভাসহ সারাদেশের পৌরসভায় এ কর্মসূচী পালিত হবে। এ কর্মসূচী চলাকালীন পৌরসভায় কর্মবিরতিও পালন করবে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বাংলাদেশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল আলীম মোল্লা স্বাক্ষরিত এক পত্রে দাবী আদায়ের স্বপক্ষে ৩ দিনের কর্মসূচীর কথা বলা হয়েছে। ১ জুলাই সকাল ৯ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত পৌরসভায় শান্তিপূর্ন অবস্থান কর্মসূচী। ২ জুলাই জেলা প্রেসক্লাবের সামনে সকাল ৯ টা হতে দুপুর ১ টা পর্যন্ত অবস্থান করে এক দফা দাবী আদায়ের পে শান্তিপূর্ন কর্মসূচী পালন। ওই দিন সকাল ৬ টা হতে পরদিন সকাল ৬ টা পর্যন্ত সড়ক বাতি ও কঞ্জারভেন্সী সেবাসহ অন্যান্য সকল দাপ্তরিক সেবা বন্ধ থাকবে। ১৪ জুলাই ঢাকা প্রেসক্লাবের সামনে/কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের সকল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মহাসমাবেশসহ অবস্থান কর্মসূচী পালন করবে। গতকাল রবিবার হবিগঞ্জ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীকে সফল করার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন হবিগঞ্জ জেলার সভাপতি হবিগঞ্জ পৌরসভার সচিব মোঃ ফয়েজ আহমেদ, হবিগঞ্জ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুস প্রমুখ। বক্তারা সারা বাংলাদেশের পৌরকর্মকর্তা-কর্মচারীদের প্রাণের দাবী রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালুর দাবী ও জনপ্রতিনিধিদের সম্মানীভাতা প্রদানের দাবীতে কর্মসূচী সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান। উল্লেখ্য ২ জুলাই মঙ্গলবার হবিগঞ্জ প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচীতে হবিগঞ্জ পৌরসভাসহ জেলার ৬ টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহন করবেন।


     এই বিভাগের আরো খবর