,

নবীগঞ্জে বহুল আলোচিত জোৎস্না হত্যা মামলার অন্যতম পলাতক আসামী মহিউদ্দিন আহমেদ সুফি লন্ডনী জেল হাজতে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার বহুল আলোচিত জোৎস্না হত্যা মামলার অন্যতম পলাতক আসামী মৃত হাজী সামছ উদ্দিন এর পুত্র মহিউদ্দিন আহমেদ ওরপে সুফি মিয়া লন্ডনীর ঠিকানা হয়েছে অবশেষে জেল হাজতে। প্রায় সাড়ে ৪ বছর দীর্ঘদিন আদালতেকে অসম্মান প্রদর্শন করে পলাতক থাকার পর গতকাল বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব এস.এম. নাসিম রেজার আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিজ্ঞ বিচারক তার জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করেন। মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, ২০১৪ইং সালের ১০ ডিসেম্বর চাকুরী দেয়ার নাম করে হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের জোৎস্না নামের এক মহিলাকে নবীগঞ্জের মদনপুর (মায়ানগর) গ্রামের আব্দুল হকের নির্জন জমিতে নিয়ে হত্যা করে আসামীরা। পরে গন্ধ্যা গ্রামের সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিজানকে ফাঁসানোর উদ্দেশ্যে তার বাড়ীর বাউন্ডারীর দেয়ালে রশি দিয়ে লাশ ঝুলিয়ে রাখা হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। এরপর জোৎস্নার পক্ষে তার বড় ভাই রজব আলী বাদী হয়ে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি নবীগঞ্জ থানা পুলিশের তদন্তের সময় উর্ধ্বতন কর্মকর্তাদের আদেশে পরে হবিগঞ্জের ডিবি পুলিশের কাছে ন্যাস্ত হয়। দীর্ঘ তদন্তের পর ডিবির ওসি মোক্তাদির আলম চৌধুরী কানা আকবর, বর্তমান পৌর কাউন্সিলর জাকির হোসেন, মহিউদ্দিন আহমেদ ওরপে সুফি মিয়া লন্ডনী, আল আমিনসহ ৭ জনকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল করেন। ডিবির চার্জসিটের পর বাদি পক্ষ নারাজি প্রদান করলে মামলাটি সিআইডিতে প্রেরণ করা হয়। সিআইডি’র তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার বসুদত্ত চাকমাও ৭ জনকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল করেন। উল্লেখ্য, আগামী ১৮ জুলাই মামলাটির স্বাক্ষী গ্রহনের দিন ধার্য্য রয়েছে বলে আদালত সূত্র জানাগেছে। এ ছাড়া পুলিশ মামলায় নির্দোষ ব্যক্তিদের নাম বাদ দিয়ে আদালতে চার্জশীট দাখিল করলে গত ২১/০৩/২০১৬ ইং তারিখে আদালত উল্লেখিত আদেশ দেন। ৭ আসামীর মধ্যে ৫ জন জামিনে থাকলেও অন্যতম আসামী আল আমিন পলাতক রয়েছে। আলোচিত এ মামলার অন্যতম প্রধান আসামী প্রায় সাড়ে ৪ বছর আদালতেকে অসম্মান প্রদর্শন করে পলাতক থাকার পর গতকাল বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব এস.এম. নাসিম রেজার আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিজ্ঞ বিচারক তার জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করেন।


     এই বিভাগের আরো খবর