,

বাহুবলে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

সংবাদদাতা ॥ বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নে সস্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, দাঙ্গা ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা মূলক বিট পুলিশিং সভার আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ১নং স্নানঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফেরদাউস আলমের সভাপতিত্বে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল নবীগঞ্জ সার্কেল এর এএসপি পারভেজ আলম চৌধুরী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল মডেল থানার নবাগত ওসি মোঃ কামরুজ্জামান, বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আলমগীর কবির, পুটিজুরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মুবাশ্বির হোসেন, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্নানঘাট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত অফিসার পুটিজুরী পুলিশ ফাঁড়ির এস.আই কাওছার মাহমুদ তরুণ। সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড মেম্বার মোঃ নানু মিয়া, আবিদুর রহমান, বিকাশ চন্দ্র দাস, আব্দুর রাজ্জাক, তাহির মিয়া, মাজু মিয়া, সংরক্ষিত নারী সদস্য সুফিয়া বেগম ও বিশিষ্ট মুরব্বী আওয়ামী লীগ নেতা মোঃ সুফি মিয়াসহ এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান। সভায় বক্তারা বলেন অবহেলিত বাহুবলবাসী আজ বড়ই অসহায়, স্নানঘাট ইউনিয়নসহ বাহুবল উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে মাদক, জুয়া, চুরি, বিশেষ করে প্রযুক্তির অপব্যবহার ও ধর্ষণের মত বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড ঘটছে, এসব থেকে মুক্তি পেতে হলে পুলিশ প্রশাসন ও সচেতন মহল মিলে একযোগে কাজ করে আগামী প্রজন্মকে বাঁচাতে হবে, তা না হলে এসব থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়।


     এই বিভাগের আরো খবর