,

সুনামগঞ্জের ৫ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত

সংবাদদাতা ॥ গত কয়েকদিনের অবিরাম বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের পাঁচ উপজেলার সীমান্তবর্তী অধিকাংশ গ্রাম প্লাবিত হয়েছে। সুনামগঞ্জ সদর, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার ও ছাতক এ পাঁচ উপজেলার বিভিন্ন সড়ক পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন মানুষজন। জেলার বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলায় ও তাহিরপুর উপজেলার আনোয়ারপুরে সড়ক পানির নিচে থাকায় জেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তাহিরপুর উপজেলার। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার নদ-নদীর পানি বৃদ্ধির এবং বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ এলাকায় অবস্থান করতে নির্দেশ দেয়া হয়েছে। উপজেলাগুলোতে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কেন্দ্র। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদ সীমার ৫ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সব কয়টি সীমান্ত নদীর পানিও বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ বলেন, ‘আমরা বন্যা পরিস্থিতির আশঙ্কায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। প্রায় সাড়ে তিন হাজার শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কর্মচারীদের সার্বক্ষণিক এলাকায় থাকার নির্দেশ দেয়া হয়েছে। আমরা সকলস্তরের মানুষ নিয়ে এরই মধ্যে সভা করেছি। যে কোন ধরনের পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।


     এই বিভাগের আরো খবর