,

কুশিয়ারার পানি ঢুকে নবীগঞ্জের ৪ গ্রাম প্লাবিত

নিজস্ব প্রতিনিধি :: নবীগঞ্জে কুশিয়ারার পানি ঢুকে ৪ গ্রাম প্লাবিত  হয়েছে। গতকাল শনিবার বিকেলের দিকে কুশিয়ারার পানি বিপদসীমার ৫২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় দীঘলবাক ইউনিয়নের দীঘলবাক, কসবা, রাধাপুর ও দুর্গাপুরে পানি প্রবেশ করে। পানির আশঙ্কায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসান জানান- গতকাল বিকেলের দিকে পানির উচ্চতা রাস্তা থেকে বেশি হওয়ার কারনে ওই এলাকাগুলো প্লাবিত হচ্ছে। তবে কসবা গ্রামের অবস্থা খুব খারাপ আর বাকি এলাকায় এখনও কিছুটা ভালো আছে। যদি পানির  অবস্থা অবনতি হয় তাহলে তাদের আশ্রয় কেন্দ্রে নেওয়ার ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, পারকুল এলাকার ডাইকের অবস্থা এখনও মোটামুটি ভালো। আমাদের লোকজন এখনও বাঁধ মেরামত কাজ কর চালিয়ে যাচ্ছে, পানি না কমা পর্যন্ত সেখানে কাজ অব্যাহত থাকবে। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন আগামী ২/৩ দিনের ভিতরে পানি কমার সম্ভবনা রয়েছে।


     এই বিভাগের আরো খবর