,

নবীগঞ্জে হতদরিদ্র মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করতে হবে -আব্দুর রউফ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নে ১৭জন হতদরিদ্র মহিলাকে দীর্ঘ ৬ মাস ব্যাপী কর্মজীবি ও নারীদের সর্বত্রে মতায়নের জন্য প্রশিক্ষন দিয়ে গতকাল সোমবার বিকালে তাদের ১০জনকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। সেলাই মেশিন বিতরণ উপলক্ষে দেবপাড়া ইউনিয়নের নতুন বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুর রূপ, বিশেষ অতিথি ছিলেন, দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এড. জাবেদ আলী, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক শাহ আবুল খায়ের ও দৈনিক সমকালের নবীগঞ্জ প্রতিনিধি ও সাবেক নবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ আহমদ আজাদ। স্যোসিয়াল ওয়েল ফেয়ার অর্গানাইজেশন (ডেলটা) এর নির্বাহী পরিচালক আব্দুল বাছিতের সভাপতিত্বে ও সাবেক শিক্ষা কর্মকর্তা নিত্যানন্দ দাশের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশিক্ষনার্থী স্বপ্না বেগম, সুরুজা ডেল্টা ফাউন্ডেশনের পরিচালক মোঃ আব্দুল বাছিত, প্রজেক্ট কোঅর্ডিনেটর নিত্যানন্দ দাশ প্রমুখ। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, নারীদের প্রশিক্ষনের মাধ্যমে কর্মজীবি করে সর্বক্ষেত্রে তাদের ক্ষমতায়ন বৃদ্ধি করতে হবে। দেশে ক্ষমতায়নের নারীদের অগ্রণী ভূমিকা রয়েছে। তাই আমাদের নারী ক্ষমতায়নে আরো সচেতন এবং সজাগ দৃষ্টি রাখতে হবে।


     এই বিভাগের আরো খবর