,

নবীগঞ্জে ইউপি সদস্যর বিরুদ্ধে গাছ কাটার মিথ্যা অভিযোগ করে হয়রানীর চেষ্টা

সংবাদদাতা :: নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ ও ৫নং ওয়ার্ডের বারবার নির্বাচিত বর্তমান ইউপি সদস্য ইনামবাঐ গ্রামের মোঃ লোকমান উদ্দিনের বিরুদ্ধে প্রায় দেড় শতাদিক গাছ কাটার মিথ্যা অভিযোগ করে হয়রানীর চেষ্টা করা হচ্ছে। জানা যায়, একই গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র, মোঃ আব্দুল হান্নান স্থানীয় মেম্বার লোকমান উদ্দিনের বিরুদ্ধে দেড় শতাদিক গাছ কাটার অভিযোগ এনে নবীগঞ্জ সহকারী কমিশনার ভূমি আতাউল গণি ওসমানীর কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। এলাকাবাসী সূত্রে জানা যায় ঐ জায়গায় কোন গাছ ছিল না সুতরাং গাছ কাটার কোন ঘঠনা ঘঠেনি। এ ব্যাপারে বাউসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ ও স্থানীয় মেম্বার মোঃ লোকমান উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আব্দুল হান্নান আমার মান সম্মান ক্ষুন্ন করার লক্ষ্যে আমার বিরোদ্ধে মিত্যা অভিযোগ দিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ করিয়েছে। আব্দুল হান্নান এর বাড়ি এলজিইডি সরকারি রাস্তার পশ্চিম পাশে, সে এলজিইডির সড়ক পেরিয়ে পূর্ব পাশের পলাশ মিয়ার মালিকানাধীন ভূমির সামনে গাছের ছাড়া রোপন করার চেষ্টা করেছিল। বিগত ৪ বছর পূর্বেও সে একই জায়গায় গাছ রোপন করে, তখন পলাশ মিয়া আমাদেরকে অবহিত করলে পাঁচ গ্রামের মুরব্বীয়ান ও আমিসহ আব্দুল হান্নানকে নিষেধ করি। পঞ্চায়েতের নিষেধ উপেক্ষা করে সে গাছের ছাড়া রোপন করে। পলাশ মিয়ার অভিযোগের প্রেক্ষিতে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পঞ্চায়েতের মুরব্বীয়ানের উপস্থিতিতে আব্দুল হান্নান ঐ জায়গা থেকে গাছের ছাড়া উঠিয়ে নেয়। বিগত কয়েক দিন পূর্বে আব্দুল হান্নান আবারও সরকারী সড়ক অতিক্রম করে পূূর্ব পাশের ঐ জায়গায় গাছ রোপন করার চেষ্টা করে। এ সময় পলাশ তাদেরকে পঞ্চায়েতে পক্ষ থেকে নিষেধ করলে তারা চলে যায়, এখানে কোন গাছ নেই সুতরাং গাছ কাটার ঘঠনাটি মিথ্যা ও বানোয়াট। সহকারী কমিশনার ভূমি আতাউল গণী ওসমানী মহোদয় বরাবর আমাকে জড়িয়ে যে অভিযোগ দেওয়া হয়েছে, তারা যদি ঘটনাস্থল পরিদর্শন করেন গাছ কাটার কোন সত্যতা পাওয়া যাবে না। এ ব্যাপারে সড়কের পূর্ব পাশের ভূমির মালিক একই গ্রামের হাজী মৃত আব্দুল মালিক এর পুত্র মোঃ পলাশ মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, আব্দুল হান্নান এর বাড়ি ইনামবাঐ মৌজায় আর আমার জায়গা করাখাল মৌজায় মধ্যভাগের সরকারি এলজিইডি পাকা রাস্তাটি করাখাল মৌজায়, তার বাড়ি সড়কের পশ্চিম পাশে সে জোরপূর্বকভাবে সড়কের পূর্ব পাশের গিয়ে আমার নিজ ভূমি মৌজা করাখাল, খতিয়ান ২৯ জেএল নং ১৫৭, দাগ নং ১৬৬ ভূমির সামন দীর্ঘদিন যাবত দখল করার পায়তারা করে আসছে। কয়েক বছর পূর্বেও আমার ভূমির সামনে গাছের ছাড়া রোপন করার চেষ্টা করে যাহা পাঁচ গ্রামের মুরব্বীয়ান ও নবীগঞ্জ থানা পুলিশের সামনে সেই সময় গাছের ছাড়া উঠিয়ে নেয়। ইদানিং আবারও আব্দুল হান্নান সরকারি সড়ক পেরিয়ে পূর্ব পাশের আমার ভূমির সামন দখল ও গাছের ছাড়া রোপন করার চেষ্টা করে। আমি আমাদের মেম্বার এবং পাঁচ গ্রামের মুরব্বীয়ানকে নিয়ে আব্দুল হান্নানকে নিষেধ করলে সে গাছের ছাড়া উঠিয়ে নেয়। আব্দুল হান্নান একজন মামলাবাজ ও প্রতারক সে আমাদের তিন গ্রামের পঞ্চায়েতি জায়গা আত্মসাৎ করার পায়তারা করছে, বিগত প্রায় ২০/২২ বছর পূর্ব থেকে ৩ গ্রামের পঞ্চায়েতি প্রায় ৫/৬ হাল জায়গা নিয়ে তার সাথে মামলা চলে আসছে। বর্তমানে মামলাটি হাইকোর্টে চলমান রয়েছে। পঞ্চায়েতি জায়গা পঞ্চায়েতি লোকজনের অধিনে রয়েছে। বিগত অনুমান ২০ বছর পূর্বে আব্দুল হান্নান স্থানীয় চৌধুরী বাজারে সংলগ্ন কৈতবপুর মৌজায় তার ভূমি নিজচৌকি গ্রামের তৌফিক চৌধুরীর কাছে বিক্রি করে, বিক্রি করার পর সে বিক্রি করেনি বলে আদালতে একটি মামলা করেছে, অথচ উক্ত জায়গা আব্দুল হান্নান বিক্রি করার সময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অবগত রয়েছেন। তৌফিক চৌধুরী জায়গা কেনার পর থেকেই পাকা ঘর বানিয়ে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। আব্দুল হান্নানের এমন কর্মকান্ড এলাকার ছোট বড় সকলের জানা রয়েছে।


     এই বিভাগের আরো খবর